West Burdwan News: কম জলে চাষ করে কী করে হবে লাভ? কৃষকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শুষ্ক জমিতে কীভাবে ফলানো যাবে ফসল? কী ফসল দেবে বেশি লাভ? এই সমস্ত বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হল কৃষি দফতরের সহায়তায়
পশ্চিম বর্ধমান : শুষ্ক জমিতে কীভাবে ফলানো যাবে ফসল? কী ফসল দেবে বেশি লাভ? এই সমস্ত বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হল কৃষি দফতরের সহায়তায়। কাঁকসার বৃন্দাবনপুর গ্রাম সংলগ্ন কৃষক বাজারে আয়োজন করা হয়েছিল একটি এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরের। সেখানেই বিভিন্ন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি বৃহস্পতিবার পঞ্চায়েত মন্ত্রী ১০ জন কৃষকের হাতে তুলে দিয়েছেন ব্যাটারি চালিত স্প্রে। ১০০ কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে লাউ, কুমড়ো-সহ নানা সবজির সবজির বীজ।
এদিন কাঁকসা ব্লকের কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় কাঁকসার বৃন্দাবনপুর গ্রাম সংলগ্ন কাঁকসা কৃষক বাজারে। কৃষকদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবির থেকে ১০ জন কৃষকের হাতে কৃষি কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত স্প্রে মেশিন তুলে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও এদিন ১০০ জন কৃষকের হাতে লাউ, কুমড়ো, ঝিঙে-সহ বিভিন্ন ফসলের বীজ তুলে দেওয়া হয়।
advertisement
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস, কাঁকসার বিডিও পর্ণা দে, এগ্রিকালচার দফতরের জয়েন্ট সেক্রেটারি দিব্যনারায়ণ চ্যাচট্টোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা।
advertisement
পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস জানিয়েছেন, '' কীভাবে আরও উন্নত মানের ফসল ফলানো যাবে, চাষ করে আরও বেশি লাভের মুখ দেখতে পারবেন, সেই বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।'' এই অনুষ্ঠানে কৃষক মান্ডির ভিতর একটি অডিটোরিয়াম গড়ে তোলার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী।
advertisement
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 7:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: কম জলে চাষ করে কী করে হবে লাভ? কৃষকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির