West Burdwan News: আসানসোলে ট্রেন ডাকাতির ছক বানচাল করল রেল পুলিশ, ধৃত ৬ দুস্কৃতি
- Published by:Salmali Das
- hyperlocal
Last Updated:
West Burdwan News || রবিবার গভীর রাতে আসানসোল উত্তর থানা এলাকার রেলওয়ে গুডস শেড এলাকায় কিছু কুখ্যাত অপরাধী জড়ো হয় ডাকাতির উদ্দেশ্যে। তাদের ডাকাতির ছক বানচাল করল রেল পুলিশ।
আসানসোলে: ট্রেন ডাকাতির ছক বানচাল করল রেল পুলিশ। ছয় ডাকাতকে গ্রেফতার করল আরপিএফ ও পুলিশ। রবিবার গভীর রাতে আসানসোল উত্তর থানা এলাকার রেলওয়ে গুডস শেড এলাকায় কিছু কুখ্যাত অপরাধী জড়ো হয় ডাকাতির উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশ যোগাযোগ করে আসানসোল উত্তর থানার সঙ্গে। এরপর যৌথ অভিযান চালানো হয়।
রেল ইয়ার্ডে হানা দিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করে রেল পুলিশ। অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যাই। ধৃতদের কাছ থেকে দেশি বন্দুক কার্তুজ সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে রেল পুলিশ।পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় তারা আসানসোল ধানবাদের মধ্যে ট্রেনে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। আসানসোল স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে তারা ট্রেনে উঠত এবং ট্রেনে থাকা যাত্রীদের মোবাইল সহ মূল্যবান সামগ্রী নিয়ে ট্রেন থেকে নেমে পড়ত।
advertisement
advertisement
উদ্ধার হওয়া দেশি বন্দুক ও কার্তুজরেল পুলিশ জানায় ধৃতদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রাত্রে যে ট্রেন চলাচল করে সেই ট্রেনে নজরদারি বাড়ানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
দীপক শর্মা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2023 12:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: আসানসোলে ট্রেন ডাকাতির ছক বানচাল করল রেল পুলিশ, ধৃত ৬ দুস্কৃতি

