হোম /খবর /পশ্চিম বর্ধমান /
আসানসোলের পরে এবার দুর্গাপুরেও, নোটিসের ভিত্তিতে উচ্ছেদ অবৈধ নির্মাণ

West Burdwan News : আসানসোলের পরে এবার দুর্গাপুরেও, নোটিসের ভিত্তিতে উচ্ছেদ অবৈধ নির্মাণ

X
আসানসোলের [object Object]

West Burdwan News : দুর্গাপুরে চলল উচ্ছেদ অভিযান। দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙার কাজ চালানো হয়েছে এদিন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

দুর্গাপুর : আসানসোলের পরে এবার দুর্গাপুরে। দুর্গাপুরে চলল উচ্ছেদ অভিযান। দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙার কাজ চালানো হয়েছে এদিন। সিটি সেন্টার এলাকায় বেশ কিছু অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে দুর্গাপুরের উন্নয়ন পর্ষদের উদ্যোগে। নোটিস দেওয়ার ভিত্তিতে চালানো হয়েছে এই উচ্ছেদ অভিযান। যেখানে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা বেশ কিছু নির্মাণ ভেঙে ফেলা হয়েছে।

সূত্রে জানা গিয়েছে দুর্গাপুর শহরকে সাজিয়ে তোলা এবং শহরের উন্নতির জন্য বেশ কিছু পরিকল্পনা করা হচ্ছে আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পরিষদের পক্ষ থেকে।  আর সেই সমস্ত প্রকল্পগুলি বাস্তবায়নের আগে এই সমস্ত অবৈধ নির্মাণ গুলি ভেঙে ফেলা হচ্ছে। কারণ এগুলি প্রশাসনের অনুমতি ছাড়া নির্মাণ করা হয়েছিল। যেগুলি সরিয়ে নেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। কিন্তু নোটিসে বিশেষ গুরুত্ব না দেওয়ায় চালানো হয়েছে উচ্ছেদ অভিযান। যদিও উন্নয়ন পর্ষদের এই পদক্ষেপের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ উগরে দিয়েছেন ছোট ব্যবসায়ীরা।

আরও পড়ুন: মহারাষ্ট্রের সংস্থার কীটনাশক নকল করার অভিযোগে ধৃত এক, উদ্ধার ২৩০০ প্যাকেট

প্রসঙ্গত, দুর্গাপুর শহরের সিটি সেন্টারের শপিংমলগুলির লাগোয়া এলাকায় বেশ কিছু ছোট বড় অস্থায়ী দোকান গড়ে উঠেছিল। যেগুলি প্রশাসনের অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছিল। সেগুলিকেই ভেঙে ফেলা হয়েছে। তবে ওই সমস্ত ছোট ব্যবসায়ীরা এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের দাবি, ওই সমস্ত ছোট দোকানগুলির ওপর ভরসা করে তাদের সংসার চলত। একই সঙ্গে ওই ছোট ব্যবসায়ীদের দাবি, তাদের ব্যবসার জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করে দিতে হবে, যাতে তাদের রুজি রুটি বজায় থাকে।

নয়ন ঘোষ

Published by:Salmali Das
First published:

Tags: West Burdwan News