West Burdwan News : খোলা মুখ নর্দমা থেকে ঘটছে একের পর এক দূর্ঘটনা! গার্ডওয়ালের দাবি নিয়ে সরব স্থানীয়রা

Last Updated:

নিকাশী নালার পাশে গার্ডওয়াল না থাকায় সেখানে মাঝে মধ্যেই গবাদি পশুরা পড়ে যাচ্ছে। তাছাড়া সাইকেল চালক, বাইক চালকরা ছোট ছোট দুর্ঘটনার শিকার হচ্ছেন। যে কোনও দিন বড়সড় দুর্ঘটনা হতে পারে।

+
খোলা

খোলা মুখ নর্দমা থেকে ঘটছে একের পর এক দূর্ঘটনা! গার্ডওয়ালের দাবি নিয়ে সরব স্থানীয়রা

পানাগড়, পশ্চিম বর্ধমান : ব্যস্ত রাস্তায় পাশে রয়েছে খোলা মুখ নিকাশি নালা। কিন্তু নিকাশী নালার পাশে নেই কোন গার্ডওয়াল। মুখ বন্ধ নেই নিকাশী নালার। স্বাভাবিকভাবেই ঘটছে ছোট ছোট একাধিক দুর্ঘটনা। তাই নিকাশি নালার পাশে গার্ডওয়াল তৈরির দাবি তুলছেন স্থানীয় মানুষজন। তারা বলছেন, নিকাশী নালার পাশে গার্ডওয়াল না থাকায় সেখানে মাঝে মধ্যেই গবাদি পশুরা পড়ে যাচ্ছে। তাছাড়া সাইকেল চালক, বাইক চালকরা ছোট ছোট দুর্ঘটনার শিকার হচ্ছেন। যে কোনও দিন বড়সড় দুর্ঘটনা হতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে গার্ডওয়াল তৈরির প্রয়োজন রয়েছে দ্রুত।
প্রসঙ্গত, পানাগড় বাজারে রাইস মিল রোড মোড়ে রয়েছে একটি খোলা মুখ নিকাশি নালা। অভিযোগ এই জায়গাটিকে নিয়ে। স্থানীয় ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই বলছেন নিকাশি নালার পাশে গার্ডওয়াল না থাকার জেরে একাধিক দুর্ঘটনা হচ্ছে। মাঝেমধ্যেই গবাদি পশুরা সেখানে পড়ে যায়। তাদের জীবন হানি হয়। তাছাড়া ব্যস্ততার সময় বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। সেজন্য অবিলম্বে ওই জায়গায় গার্ডওয়াল তৈরি করার দাবি তোলা হয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন, প্রশাসন যাতে এ বিষয়টির উপর নজর দেয়, সেজন্য ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের  কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। তারা চাইছেন, এলাকাবাসীর নিরাপত্তা স্বার্থে ওই জায়গায় গার্ডওয়াল তৈরি করা হোক। তাহলে বিপদের আশঙ্কা কমে যাবে। তাই তার আবেদন, দ্রুত প্রশাসন বিষয়টির দিকে নজর দিক।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : খোলা মুখ নর্দমা থেকে ঘটছে একের পর এক দূর্ঘটনা! গার্ডওয়ালের দাবি নিয়ে সরব স্থানীয়রা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement