হোম /খবর /পশ্চিম বর্ধমান /
মাধ্যমিকেও ছিল প্রথম দশে, উচ্চ মাধ্যমিকেও নবম স্থানে আসানসোলের শুভদীপ

HS Result 2022: মাধ্যমিকেও ছিল প্রথম দশে, উচ্চ মাধ্যমিকেও নবম স্থানে আসানসোলের শুভদীপ

উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকারী শুভদীপ ব্যানার্জি।

উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকারী শুভদীপ ব্যানার্জি।

West Burdwan News: জেলায় প্রথম, রাজ্যে নবম শুভদীপ৷

  • Share this:

#পশ্চিম বর্ধমান: প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছরের রেকর্ড করে ২৭২ জন স্থান পেয়েছে প্রথম দশের তালিকায়। ৪৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছেন দিনহাটার অদিশা দেবশর্মা। যদিও প্রথম দশের মধ্যে পশ্চিম বর্ধমান জেলা থেকে স্থান পেয়েছেন মাত্র একজন, শুভদীপ ব্যানার্জি। আসানসোল কলেজিয়েট স্কুলের পড়ুয়া। ৪৯০ নম্বর পেয়ে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান দখল করেছেন। যদিও এই তালিকায় আরও বহু পড়ুয়া রয়েছেন।

আরও পড়ুন HS Result 2022: মিষ্টি নেই, চূড়ান্ত অভাবের সংসারে ছেলেকে জল খাইয়ে আর্শীবাদ মায়ের, HS-এ পঞ্চম সোমনাথ পড়তে চায় ভূগোল

আসানসোল কলেজিয়েট স্কুলের শুভদীপ বন্দ্যোপাধ্যায় নবম স্থান দখল করেছেন। যদিও শুভদীপের বাড়ি পুরুলিয়ায়। আসানসোলে তিনি মামার বাড়িতেই থাকতেন। শুভদীপের বাবা জানিয়েছেন, ছোট থেকে বুদ্ধিমান ছেলে শুভদীপ। বরাবরই পরীক্ষায় ভালো ফল করে আসছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করবে এটা আশা ছিল। কিন্তু প্রথম দশের মধ্যে ফের স্থান পাবে, এমনটা আশা ছিল না। এখানে ফের বলার কারণ, এর আগেও রাজ্য স্তরের পরীক্ষায় স্থান পেয়েছিলেন শুভদীপ ব্যানার্জি।

এই বিষয়ে শুভদীপ জানিয়েছেন, পরীক্ষার ফলাফল জানতে পেরে তিনি খুব খুশি হয়েছেন। আগামী দিনে শুভজিৎ একজন চিকিৎসক হতে চান বলেও জানিয়েছেন। মাধ্যমিকে প্রথম দশে স্থান পাওয়ার পর, উচ্চ মাধ্যমিকে প্রথম দশে স্থান করে নিতে পারার জন্য একটু বেশিই খুশি হয়েছেন শুভদীপ ব্যানার্জি।

আরও পড়ুন HS Result 2022: জানা হল না ফল, স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

তার বাবা জানিয়েছেন, ছেলে তার নিজের সাফল্য ধরে রাখতে পেরেছে। শুভদীপের বাবা পেশায় একজন শিক্ষক। পুরুলিয়ার একটি উচ্চ বিদ্যালয়ে পদার্থবিদ্যার শিক্ষক তিনি। ছেলেকে নিজেই পড়াতেন পদার্থবিদ্যা। পাশাপাশি অঙ্ক দেখিয়ে দিতেন ছেলেকে। তবে কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য দুজন পার্শ্বশিক্ষক ছিল শুভদীপের। এছাড়াও তিনি জানিয়েছেন, দীর্ঘক্ষন ধরে পড়াশোনার থেকে মনোযোগ সহকারে পড়াশোনা বেশি পছন্দ করত ছেলে। ছোট থেকেই পড়াশোনার প্রতি তার বিশেষ মনোযোগ রয়েছে। মাধ্যমিকে সাফল্যের পরে উচ্চ মাধ্যমিকের জন্য প্রচুর পরিশ্রম করেছে। প্রচুর প্রস্তুতি নিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। তবে করোনাকালের পরে পরীক্ষার জন্য কিছুটা চিন্তা ছিল। তবে ছেলে তার পরিশ্রমের জেরে নিজের ধরে সাফল্য রাখতে পেরেছে বলেই মত তার বাবা মা এর।

শুভদীপের সাফল্যে উচ্ছ্বসিত তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তারা বলছেন, শুভদীপের পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগ ছিল। শুভদীপ যে ভালো ফলাফল করবে, তা আমাদের আশা ছিল। শুভদীপ রাজ্যের নবম স্থান দখল করেছে। পাশাপাশি জেলা থেকে প্রথম স্থান দখল করেছে সে। স্বভাবতই তার ফলাফলে আমরা ভীষণ খুশি। তা ছাড়াও সার্বিকভাবে বিদ্যালয়ের ফলাফল খুব ভালো হয়েছে। শুভদীপ যাতে আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে,এভাবেই তার সাফল্য কামনা করেছেন তার শিক্ষকেরা।

Nayan Ghosh
Published by:Pooja Basu
First published:

Tags: Higher Secondary Results 2022, South bengal news