Paschim Bardhaman News: বিদ্যাসাগরের পদধূলি ধন্য গ্রাম, সেই গ্রামেই বিদ্যাসাগর মেলা

Last Updated:

গ্রামে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগরের স্মৃতিতেই শুরু হয়েছিল মেলা। মেলার নামকরণ করা হয়েছিল বিদ্যাসাগরের নামেই। প্রত্যেক বছর ডিসেম্বর মাসের শেষ দিকে শুরু হয় সেই মেলা।

#কাঁকসা : গ্রামে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগরের স্মৃতিতেই শুরু হয়েছিল মেলা। মেলার নামকরণ করা হয়েছিল বিদ্যাসাগরের নামেই। প্রত্যেক বছর ডিসেম্বর মাসের শেষ দিকে শুরু হয় সেই মেলা। তবে বিগত দু'বছর করোনার জন্য মেলার আয়োজন করা হয়নি। তবে এ বছর পরিস্থিতি ঠিক হতেই, ফের মহা সমারোহে মানকরে আয়োজন করা হয়েছে বিদ্যাসাগর মেলার। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে বিদ্যাসাগর মেলা। পাশাপাশি বিদ্যাসাগর মেলা প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে একটি বইমেলারও। দর্শকদের জোড়া আনন্দ দিতে, প্রায় দু দশক ধরে এই মেলার আয়োজন করা হয়। এ বছরও সেই পুরনো নিয়ম মেনে শুরু হয়েছে মেলা।
জানা গিয়েছে, ১৯ বছরে পদার্পন করল মানকর বিদ্যাসাগর মেলা। প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে মেলার আয়োজন করা হয়েছে। বিগত শনিবার মানকর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। মানকর বিদ্যালয় প্রাঙ্গনেই বসেছে মেলা। মেলা চলবে আগামী ৩০ তারিখ পর্যন্ত। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতি বছর মেলার উদ্বোধন অনুষ্ঠানে কোনও একজন বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী কিংবা কোনো শিল্পী উপস্থিত থাকেন। এবছর উদ্বোধন অনুষ্ঠানে সর্ব ধর্মের মানুষকে নিমন্ত্রণ জানানো হয়েছিল।
advertisement
অনুষ্ঠান মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দিয়ে, দেশ জুড়ে যে হানাহানির ঘটনা ঘটে চলেছে, তা যাতে বন্ধ হয় সেই বার্তাই দিয়েছেন উদ্যোক্তারা। চলতি বছরে এই মেলায় বিশেষভাবে বইমেলার আয়োজন করা হয়েছে বহু সংখ্যক বইয়ের স্টল রয়েছে সেখানে পাশাপাশি মেলায় রয়েছে নানান হস্তশিল্পের সম্ভার। মেলা যতদিন চলবে, অর্থাৎ ৩০ তারিখ পর্যন্ত মেলা প্রাঙ্গনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
শোনা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানকরে এসেছিলেন। তার পদ ধূলি মানকরে পড়ায়, মানকরের বাসিন্দারা তাঁকে নিয়ে গর্ব বোধ করেন। সেই বিদ্যাসাগরের নামেই মানকর বাসীর উদ্যোগে শুরু হয় মেলা। যাকে ঘিরে মানকরবাসীর মধ্যে চরম উৎসাহ দেখা যায়। যদিও বিগত ২ বছর করোনার জন্য সেভাবে মেলার আয়োজন করা হয়নি। ফলে মন খারাপ স্থানীয় বাসিন্দাদের। তবে এবছর ফের মেলার আয়োজন করার জন্য খুশি এলাকাবাসী।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: বিদ্যাসাগরের পদধূলি ধন্য গ্রাম, সেই গ্রামেই বিদ্যাসাগর মেলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement