West Burdwan News: বিশেষভাবে সক্ষম প্রেমিকাই স্ত্রী! সব বাধা পেরিয়ে ভালবাসার নজির গড়লেন টোটোচালক
Last Updated:
West Burdwan News: বিশেষভাবে সক্ষম প্রেমিকাকেই স্ত্রীর মর্যাদা দিলেন টোটো চালক প্রেমিক রাহুল গুপ্তা। স্থানীয় এলাকার একটি মন্দিরে সমস্ত রীতি মেনে সারলেন বিয়ে।
#অন্ডাল: আবহাওয়ার খামখেয়ালিপনা বলছে বসন্ত কড়া নাড়ছে দোরগড়ায়। আর ঋতু পরিবর্তনের এমন সময়ে ভালবাসার অনন্য নিদর্শন রাখলেন মান্তু এবং রাহুল। বিশেষভাবে সক্ষম প্রেমিকাকেই স্ত্রীর মর্যাদা দিলেন টোটো চালক প্রেমিক রাহুল গুপ্তা। স্থানীয় এলাকার একটি মন্দিরে সমস্ত রীতি মেনে সারলেন বিয়ে। বিশেষভাবে সক্ষম মান্তু বাউরির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল টোটো চালক রাহুল গুপ্তার। তখনই মনস্থির করেছিলেন, প্রেমিকাকে বিয়ে করার। কয়েক বছর সম্পর্কে থাকার দুজনে সাত পাকে বাঁধা পড়লেন।
পাণ্ডবেশ্বরের হরিপাড়ার বাসিন্দা মান্ত বাউরী। ছোট থেকেই বিশেষভাবে সক্ষম। তিনি দু'পায়ে চলতে পারেন না ভাল করে। ছোটবেলায় হারিয়েছেন বাবাকে। মায়ের সঙ্গেই থাকতেন মান্তু দেবী। বিগত কয়েক বছর আগে টোটো চালক রাহুল গুপ্তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় মান্তু বাউরির।
advertisement
advertisement
রাহুল গুপ্তা টোটো চালক। রানীগঞ্জের বাসিন্দা। বাবা পেশায় রাজমিস্ত্রি। শুরু থেকেই মান্তুকে বিয়ে করার জন্য মনস্থির করেছিলেন রাহুল। পরিবারের সদস্যরা তাতে বাধা দেননি। আর তাঁদের সমর্থনকে সঙ্গী করেই বসন্ত আসার আগে নিজেদের জীবনে বসন্ত আনলেন রাহুল এবং মান্তু।
advertisement
রাহুল গুপ্তার এই মানসিকতাকে সাধুবাদ দিয়েছেন সকলেই। রাহুল আর মান্তু সকলের আশীর্বাদ চেয়ে শুরু করেছেন তাঁদের নতুন জীবন।
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2023 2:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: বিশেষভাবে সক্ষম প্রেমিকাই স্ত্রী! সব বাধা পেরিয়ে ভালবাসার নজির গড়লেন টোটোচালক






