21 July Shahid Diwas|| ১৩ শহীদকে সম্মান জানাতে হেঁটে ধর্মতলা রওনা ১৩ জনের

Last Updated:

21 July Shahid Diwas: ১৬ জুলাই যুব তৃণমূল কংগ্রেসের ১৩ জন কর্মী ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লক্ষ্য, শহীদ সমাবেশের বার্তা যাত্রাপথের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া।

#পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: ১৩ জন শহীদের প্রতি সম্মান জানাতে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল রওনা দিল ধর্মতলার শহীদ সমাবেশের উদ্দেশ্যে। প্রায় ২৫১ কিলোমিটার পথ অতিক্রম করে তারা ধর্মতলায় পৌঁছবেন। সেজন্যই ১৬ জুলাই যুব তৃণমূল কংগ্রেসের ১৩ জন কর্মী ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লক্ষ্য, শহীদ সমাবেশের বার্তা যাত্রাপথের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। আর ১৩ জন শহীদদের প্রতি সম্মান জানানো।
একুশে জুলাই শহীদ স্মরণ সমাবেশকে সবদিক থেকে সফল করতে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা-নেত্রীরা। বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা, মিটিং - মিছিল হচ্ছে। তারই মধ্যে একুশে জুলাইয়ের প্রচারের জন্য এবং শহীদদের সম্মান জানাতে, অভিনব এই উদ্যোগ দেখা গেল পাণ্ডবেশ্বরে।
আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিতে ভাসবে কলকাতার উত্তর-দক্ষিণ, সতর্কতা জারি হাওয়া অফিসের
আসন্ন, একুশে জুলাইকে সামনে রেখে পাণ্ডবেশ্বর বিধানসভার এলাকায় একটি পথসভা করা হয় তৃণমূলের পক্ষ থেকে। সেখানে হাজির হয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাছাড়াও যুব তৃণমূলের ১৩ সদস্যের প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই দলের স্লোগান, জয়ধ্বনি দেওয়ার পরে যুব তৃণমূলের কর্মীরা রওনা দিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ফের তুমুল বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? জানুন...
এই বিষয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, ১৩ জন সদস্য ১৩ জন শহীদের প্রতি সম্মান জানাতে দীর্ঘ ২৫১ কিলোমিটার পথ হেঁটে ধর্মতলা ধর্মতলা পৌঁছানোর লক্ষ্যে রওনা দিয়েছেন। পাশাপাশি বিধায়ক বলেছেন, যাত্রাপথে যদি কোনও বাধা আসে, তাহলে এই ১৩ সদস্যের প্রতিনিধি দল অনায়াসে সেই বাধার সম্মুখীন হয়ে এগিয়ে যেতে পারবেন। কারণ তৃণমূল দল জন্ম লগ্ন থেকে লড়াই করে আসছে। এমনকি বর্তমানে রাজ্য সরকারকেও কেন্দ্র সরকারের বিরূপ মনোভাবের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। সেই দলের কর্মী হিসেবে তারাও সমস্ত বাধা পেরিয়ে যেতে পারবেন বলে ধারণা বিধায়কের।
advertisement
যদিও ওই ১৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে অ্যাম্বুলেন্স এবং গাড়ির ব্যবস্থা থাকছে। তাছাড়া শহীদ স্মরণ সমাবেশকে মাথায় রেখে একটি বিশেষ ট্যাবলো প্রতিনিধি দলের সঙ্গে ধর্মতলা পৌঁছবে। অন্যদিকে ১৩ সদস্যের প্রতিনিধি দলের লক্ষ্য, একুশে জুলাই এর আগে শহীদ সমাবেশের মঞ্চে পৌঁছে যাওয়া।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
21 July Shahid Diwas|| ১৩ শহীদকে সম্মান জানাতে হেঁটে ধর্মতলা রওনা ১৩ জনের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement