West Bardhaman News: মাত্র ২০০০ টাকায় বাইক বিক্রি করতে এসে ধরা পড়ল চোর!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
চোরাই বাইক মাত্র ২০০০ টাকায় বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল চোর
পশ্চিম বর্ধমান: মাত্র ২০০০ টাকায় চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসেছিল। কিন্তু বিক্রি করার আগেই পুলিশের জালে ধরা পড়ল চোর। রানিগঞ্জের ঘটনা।
সূত্র মারফত খবর, রানিগঞ্জের রনাই এলাকা থেকে শাহনাজ আলম নামে ওই বাইক চোরকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ধৃত শাহনাজের বাড়ি অন্ডালের ভাদুর গ্রামে। ওই যুবকের কাছ থেকে একটি হোন্ডা এসপি সাইন গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আসানসোল শিল্পাঞ্চলজুড়ে মোটর বাইক, স্কুটি চুরির চক্র সম্প্রতি অতি সক্রিয় হয়ে উঠেছে। প্রায় দিনই শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি যাওয়ার ঘটনা ঘটছে। রানিগঞ্জেও একইভাবে চুরি হচ্ছে বাইক, স্কুটি। আর তার জেরেই নজরদারি বাড়ায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে ওই বাইক চোরকে হাতেনাতে ধরে। উদ্ধার হয় চুরি যাওয়া বাইক। পুলিশ সূত্রে খবর, জেরায় ভেঙে পড়ে সব ঘটনা স্বীকার করে নিয়েছে ওই বাইক চোর। সে পুলিশকে জানায়, ২ হাজার টাকায় চুরি করা বাইক বিক্রি করবে বলে রানিগঞ্জে এসেছিল। তখনই পুলিশ তাকে গ্রেফতার করে।
advertisement
advertisement
আরও পড়ুন: থিমের সরস্বতী পরিবেশ ভারসাম্যের পাঠ দেবে!
তবে পুলিশের অনুমান, এই বাইক চুরি চক্রের জাল আরও অনেক গভীরে বিস্তৃত। তাই ধৃত শাহনাজ আলমকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকিদের হদিস পাওয়ার চেষ্টা চলছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 3:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: মাত্র ২০০০ টাকায় বাইক বিক্রি করতে এসে ধরা পড়ল চোর!