West Burdwan News : খোদ আইনজীবী তথা প্রাক্তন কাউন্সিলরের বাড়িতেই চুরি, ঘরে বন্ধ করে তাণ্ডব দুষ্কৃতীদের

Last Updated:

West Burdwan News : প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা নন্দীকে ঘরে বন্ধ রেখে চালানো হয়েছে লুটপাট। রানীগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ার ঘটনা। অভিযোগ, দুষ্কৃতীরা কৃষ্ণা দেবীকে ঘরের ভিতর বন্ধ করে ব্যাপকভাবে লুটপাট চালিয়েছে। 

+
আইনজীবী

আইনজীবী তথা প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা নন্দীর বাড়ি।

নয়ন ঘোষ, রানিগঞ্জ, পশ্চিম বর্ধমান : দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন খোদ আইনজীবী। তবে শুধু তিনি আইনজীবী নন, সঙ্গে একজন প্রাক্তন কাউন্সিলরও। অভিযোগ, তাঁর বাড়িতেই তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা নন্দীকে ঘরে বন্ধ রেখে চালানো হয়েছে লুঠপাট। রানিগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ার ঘটনা। অভিযোগ, দুষ্কৃতীরা কৃষ্ণাদেবীকে ঘরের ভিতর বন্ধ করে ব্যাপকভাবে লুঠ চালিয়েছে। ঘর থেকে চুরি গিয়েছে কয়েক লক্ষ টাকার অলংকার-সহ বেশ কয়েক হাজার টাকা। পাশাপাশি বিভিন্ন নামিদামি ইলেকট্রনিক সামগ্রী নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, প্রবীণ আইনজীবী তথা প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা নন্দীকে তাঁর বাড়ির মধ্যে বন্ধ করে চোরের দল লুঠ করেছে সোনার গহনা ও বিদেশি বেশ কিছু ইলেকট্রনিক্স সামগ্রী। ঘটনাটি ঘটেছে গত রাতে। রানিগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডের কুমোরবাজার নন্দীপাড়া এলাকায়।
আরও পড়ুন :  শতাধিক বছরের ঐতিহ্য, ভীম একাদশীতে সোনাই নদীর পাড় দুই বাংলার মানুষের মিলনক্ষেত্র
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, অন্য দিনের মতোই এদিন ওই প্রবীণ আইনজীবী বাড়িতে একাই ছিলেন। রাত প্রায় দেড়টা নাগাদ তিনি ঘুমোতে যান। পরে সকাল বেলায় উঠে তিনি দেখেন, তার বাড়ির দরজার বাইরে থেকে লাগানো রয়েছে। এই ঘটনাটি লক্ষ করে তিনি পরিজনদের দরজা খুলতে বলেন চিৎকার করেন। তাঁরা কোনওক্রমে বাড়ি ঢুকে দেখেন, তাঁর বাড়ির পাশেই ছেলের রুমে থাকা তিনটি আলমারি ও লকার ভেঙে ফেলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন :  পোষ্য সারমেয়র মৃত্যুশোকে যুবক খুলেছেন পশু-হাসপাতাল, বিনামূল্যে সেবা করা হয় গৃহহীন অনাথ পশুদের
পাশাপাশি, সোনার অলংকার ও বিদেশি বেশ কিছু বৈদ্যুতিন সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। এ প্রসঙ্গে রানিগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে এই চুরির ঘটনার তদন্ত শুরু করেন। তবে কৃষ্ণা দবীর অনুমান, দুষ্কৃতীদের মধ্যে কেউ তাঁর বাড়ির উপর বেশ কিছুদিন ধরে নজর রেখেছিল। সেজন্য খুব সহজেই এই লুটপাট চালানো গিয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, দুষ্কৃতীরা খুব ভালোভাবে ওয়াকিবহাল ছিল, যে বাড়ির কোথায় কোন জিনিস আছে। এই ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : খোদ আইনজীবী তথা প্রাক্তন কাউন্সিলরের বাড়িতেই চুরি, ঘরে বন্ধ করে তাণ্ডব দুষ্কৃতীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement