Supermoon 2023: বিরল মহাজাগতিক দৃশ্য! আজই রাতের আকাশে দেখা মিলবে জোড়া 'সুপারমুন'
- Reported by:NAYAN GHOSH
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Supermoon 2023: সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় সাত শতাংশ বড় দেখা যাবে। আর সাধারণ পূর্ণিমার তুলনায় ১৬ শতাংশ উজ্জ্বল দেখাবে পূর্ণিমার এই চাঁদকে।
দুর্গাপুর: অধিক মাসের শ্রাবণী পূর্ণিমা। ধর্মীয় দিক থেকে এই পূর্ণিমা তিথির গুরুত্ব রয়েছে বিশেষভাবে। একই সঙ্গে এই পূর্ণিমায় তৈরি হয়েছে বেশ কয়েকটি শুভ যোগ। আবার অন্যদিকে অধিক মাসের এই পূর্ণিমা জ্যোতির্বিজ্ঞানের দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। কারণ মঙ্গলবারের রাতের আকাশে দেখা যাবে সুপারমুন। যা সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় সাত শতাংশ বড় দেখা যাবে। আর সাধারণ পূর্ণিমার তুলনায় ১৬ শতাংশ উজ্জ্বল দেখাবে পূর্ণিমার এই চাঁদকে।
জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা করা জেলার এক প্রফেসর জানিয়েছেন, চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তখন সেই চাঁদকে অনেক বেশি উজ্জ্বল এবং বড় দেখায়। যাকে বলা হয় সুপারমুন। চাঁদ পৃথিবীর কক্ষপথ ধরে প্রদক্ষিণ করতে করতে একবার সবচেয়ে কাছে চলে আসে। সেই বিন্দুকে বলা হয় পেরিজি। আর দূরের বিন্দুকে বলা হয় এপোজি। ১ আগস্টের এই পূর্ণিমায় চাঁদ অবস্থান করবে পেরিজিতে। ফলে দেখা যাবে সুপারমুন। যা খালি চোখেও দেখা যাবে। যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে সন্ধ্যে সাতটা থেকে ন’টা পর্যন্ত দেখা পাওয়া যাবে সুপারমুনের।
advertisement
advertisement
উল্লেখ্য, এই আগস্ট মাসেই দুবার দেখা পাওয়া যাবে সুপারমুনের। সাধারণত বছরগুলিতে বারোটি করে পূর্ণিমা থাকে। তবে ২০২৩ রয়েছে মোট ১৩ টি পূর্ণিমা। আগস্টে রয়েছে দুটি পূর্ণিমা। আগামী ৩০ আগস্ট আবার পূর্ণিমা তিথি রয়েছে। সেদিনও আকাশে সুপারমুন দেখা যাবে। একই মাসে দ্বিতীয়বার সুপারমুন দেখতে পাওয়ায়, সেদিনের চাঁদকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হবে ব্লু মুন।
advertisement
জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা করা ওই অধ্যাপক বলছেন, এর আগে ২০১৮ সালে একই মাসে দুই বার সুপারমুন দেখতে পাওয়া গিয়েছিল। ২০২৩-এ ফের দুবার দেখতে পাওয়া যাবে সুপারমুন। তারপর আবার অনেক দিনের অপেক্ষা করতে হবে। আবার ২০৩৭ সালে পরপর দু’বার দেখা পাওয়া যাবে সুপারমুনের। স্বাভাবিকভাবেই অধিক মাসের এই পূর্ণিমা যেমন ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ, তেমনভাবে গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞানের কাছে। যদি আপনিও সুপারমুন দেখতে চান, তাহলে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে আকাশের দিকে তাকাতে ভুললে চলবে না। যদিও তার জন্য সহায় হতে হবে আপনার ভাগ্য। মেঘমুক্ত আকাশ না থাকলে সুপারমুনের দেখা নাও পেতে পারেন।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 01, 2023 7:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Supermoon 2023: বিরল মহাজাগতিক দৃশ্য! আজই রাতের আকাশে দেখা মিলবে জোড়া 'সুপারমুন'










