Paschim Bardhaman News: অজান্তেই কেটে ফেলা হল ৫০১ টি গাছ! কেন অনুমতি! প্রশ্ন পড়ুয়াদের

Last Updated:

নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। তাও আবার একটি দুটি নয়। কেটে ফেলা হচ্ছে কয়েকশো গাছ। কাঁকসার পলাশডাঙ্গা এলাকায় প্রায় কয়েকশো গাছ ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে। সম্ভাবনা রয়েছে আরও বেশ কিছু গাছ কেটে ফেলার।

+
title=

#কাঁকসা : নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। তাও আবার একটি দুটি নয়। কেটে ফেলা হচ্ছে কয়েকশো গাছ। কাঁকসার পলাশডাঙ্গা এলাকায় প্রায় কয়েকশো গাছ ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে। সম্ভাবনা রয়েছে আরও বেশ কিছু গাছ কেটে ফেলার। তবে এই গাছ কাটার বিরুদ্ধে এবার সোচ্চার হল পড়ুয়ারা। বিপুল পরিমাণে গাছ কেটে ফেলার ফলে এলাকার সবুজায়ন ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, ক্ষতি হচ্ছে প্রকৃতির, তাই গাছ কাটা বন্ধ করার দাবি গাছগুলির গায়ে সেভ ট্রি পোস্টার লাগিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে পড়ুয়াদের।
তবে যে জমিতে গাছগুলি রয়েছে, সেই জমির মালিক পক্ষ থেকে জানা গিয়েছে, বন দফতরের কাছে থেকে অনুমতি নিয়ে এই গাছ কাটার কাজ চলছে। মোট পাঁচশো একটি গাছ কাটার অনুমতি রয়েছে। পরিবর্তে এক হাজার দুটি গাছ সেখানে লাগানো হবে। কিন্তু পড়ুয়াদের প্রশ্ন, কেন গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে। কেন সবুজায়ন ধ্বংসের অনুমতি দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুরের বড় বস্ত্র বিপনীতে চুরি! আতঙ্কিত ব্যবসায়ীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়
একপাশে কয়েকশো গাছ কেটে ফেলা হলেও, কেন এখনও পর্যন্ত কোনও বৃক্ষরোপণ করা হয়নি। আর এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার পলাশডাঙ্গা এলাকায়। এই বিষয়ে পলাশডাঙ্গা রেঞ্জের রেঞ্জার সুভাষচন্দ্র পাল জানিয়েছেন, জমির মালিক গাছ কাটার জন্য অনুমতি নিয়েছেন। তার কাছে ৫০১ গাছ কাটার অনুমতি রয়েছে। পরিবর্তে তাকে বলা হয়েছে ১০০২ টি, অর্থাৎ দ্বিগুণ গাছ লাগাতে বলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনায় রাশ টানতে হাতিয়ার 'সেফ ড্রাইভ সেভ লাইফ'
যদি অনুমতির থেকে বেশি সংখ্যায় গাছ কাটা হয়, তাহলে বন দফতর পদক্ষেপ করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তবে গাছ কাটার অনুমতির পক্ষে একেবারেই সহমত হতে পারছে না পড়ুয়ারা। তাই প্রকৃতি বাঁচানোর লড়াইয়ে এবার পথে নেমেছে ছোট ছোট পড়ুয়াদের দল।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: অজান্তেই কেটে ফেলা হল ৫০১ টি গাছ! কেন অনুমতি! প্রশ্ন পড়ুয়াদের
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement