Paschim Bardhaman: ন'দিনের লড়াই শেষে দিদির বাড়ি গেলেন রেনু খাতুন
Last Updated:
দীর্ঘ নয় দিনের টানা লড়াই। অবশেষে সেই লড়াইয়ে সাফল্য তার পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ির পথে পা বাড়ালেন রেনু খাতুন। তবে ঠিকানা বদল হয়েছে রেনুর।
পশ্চিম বর্ধমান : দীর্ঘ নয় দিনের টানা লড়াই। অবশেষে সেই লড়াইয়ে সাফল্য তার পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ির পথে পা বাড়ালেন রেনু খাতুন। তবে ঠিকানা বদল হয়েছে রেনুর। কেতুগ্রামের শ্বশুরবাড়ি নয়, হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি গিয়েছেন বর্ধমানের দিদির বাড়িতে। দীর্ঘনয় দিনে রেনু খাতুন বাংলার বুকে এক লড়াকু মেয়ের নাম হয়ে উঠেছে। হাসপাতালের বেডে শুয়ে তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়েছেন। লড়াই চালিয়েছেন নিজের চাকরি রক্ষার জন্য। লড়াই চালিয়েছেন অভিযুক্ত স্বামী এবং দোষীদের শাস্তির দাবিতে। সবগুলিতেই সফলতা পেয়েছেন তিনি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বদান্যতায় রেনু খাতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এদিন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানাতে ভোলেননি সংবাদকর্মীদেরও।
আবার যে চাকরির জন্য তার হাত চলে গিয়েছিল, সেই চাকরির নিয়োগপত্র ইতিমধ্যে হাতে পেয়েছেন রেনু খাতুন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে চাকরিতে রাখা হয়েছে। যদিও নার্স হিসেবে কর্মরত রেনু নিজের হারানোর পর সরকারি দফতরে নন নার্সিং স্টাফ হিসেবে চাকরি পেয়েছেন। আবার তার হাত কাটার ঘটনায় অভিযুক্ত স্বামী সহ তার শ্বশুর - শাশুড়ি এবং ভাড়াটে দুই অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ মন্দিরে চুরির কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীঘরে গেল যুবক
সবমিলিয়ে নয় দিনের টানা লড়াইয়ে সফল হয়েছেন রেনু খাতুন। যুদ্ধ জয়ের হাসি নিয়ে তিনি পা বাড়িয়েছেন বাড়ির দিকে। আপাতত তার লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে উঠে কাজে যোগ দেওয়া। বাম হাত সম্বল করেই তিনি জীবনের বাকি পথ এগিয়ে যেতে চান তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুদিনের ক্যারাম প্রতিযোগিতার আয়োজন দুর্গাপুরে
সেখানে যেমন সাধারণ মানুষকে তিনি সেবা দিতে চান, তেমনভাবেই অভিযুক্তদের শাস্তির দাবিতে লড়াই চালিয়ে যেতে চান সমানতালে। ভালোবেসে বিয়ে করা স্বামীর কর্মকান্ড দেখে আর শ্বশুর বাড়ির দিকে যাননি তিনি। সোজা গিয়েছেন দিদির বাড়ির পথে। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরে আনন্দিত রেনু খাতুন।
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
June 14, 2022 12:47 AM IST