West Bardhaman News: আসলের কাছে ধরা পড়ল নকল! চলন্ত ট্রেনের কামড়ায় হৈ হৈ কাণ্ড

Last Updated:

চলন্ত ট্রেনে ভুয়ো টিকিট পরীক্ষক ধরা পড়ল আসল টিকিট পরীক্ষকের হাতে। মোটা টাকার বিনিময়ে টিকিট পরীক্ষকের আই কার্ড জোগাড় করেছিল সে

পশ্চিম বর্ধমান: ভুয়ো টিকিট পরীক্ষককে হাতেনাতে ধরলেন আসল টিকিট পরীক্ষক! তুলে দিলেন রেল পুলিশের হাতে। ওই ভুয়ো টিকিট পরীক্ষককে গ্রেফতার করল আসানসোল রেল পুলিশ। ধৃতের নাম অজিত বিশ্বকর্মা। ঝাড়খণ্ডের পালামৌ জেলার বাসিন্দা।
ডাউন মুম্বই মেলে এই ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, টিকিট পরীক্ষকদের একটি দল আসানসোল রেল ডিভিশনের বরাকর স্টেশনে রানিং ট্রেনে টিকিট পরীক্ষা করতে ওঠে। ডাউন মুম্বাই মেলে টিকিট পরীক্ষা করার সময় এক যাত্রীকে দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকদের ওই দলটির। সাধারণ ট্রেনের টিকিট নিয়ে সুপারফাস্ট ট্রেন যাত্রা করায় তাঁরা নিয়ম অনুযায়ী ওই যাত্রীকে জরিমানা করতে যান। তখন ওই যাত্রী নিজেকে একজন টিকিট পরীক্ষক বলে দাবি করেন। বলে সে টিকিট পরীক্ষকের প্রশিক্ষণ নিতে রানিগঞ্জ যাচ্ছে। তাঁর কাছে প্রমাণ চাইলে সে টিকিট পরীক্ষকের আইডি কার্ড দেখায়। অজিত বিশ্বকর্মার ওই আইডি কার্ড দেখে টিকিট পরীক্ষকদের সন্দেহ আর‌ও দৃড় হয়। তারপরই ওই ভুয়ো টিকিট পরীক্ষককে আসানসোল স্টেশনে নামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেন তাঁরা।
advertisement
advertisement
রেল পুলিশ ওই ভুয়ো টিকিট পরীক্ষককে জিজ্ঞাসাবাদ শুরু করলে জেরায় ভেঙে পড়ে সে। জানায় ৬০ হাজার টাকার বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে রেলের টিকিট পরীক্ষকের আইডি কার্ড জোগাড় করেছে। এরপরই তোকে গ্রেফতার করে রেল পুলিশ। রেল সূত্রে খবর, আসানসোল ডিভিশন জুড়ে বহু ব্যক্তি এইভাবে প্রতারণার শিকার হচ্ছেন। দালাল চক্রের ফাঁদে পা দিয়ে টাকার বিনিময়ে চাকরি নিয়ে ধরা পড়ছেন। পরে জানা যাচ্ছে ওইসব চাকরির কোনও অস্তিত্ব নেই। এই অবস্থায় ওই ভুয়ো টিকিট পরীক্ষককে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের মূল পান্ডাকে ধরার চেষ্টা করছে পুলিশ।
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: আসলের কাছে ধরা পড়ল নকল! চলন্ত ট্রেনের কামড়ায় হৈ হৈ কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement