West Bardhaman News- সামনেই বড়দিন, নববর্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে পথে পুলিশকর্তারা।
- Published by:Samarpita Banerjee
Last Updated:
রাস্তাঘাটে মানুষের নিরাপত্তা, রাস্তাগুলিকে যানজট মুক্ত রাখা এবং গুরুত্বপূর্ণভাবে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুলিশ কর্তারা ইতিমধ্যেই পথে নেমে পড়েছেন।
#পশ্চিম বর্ধমান- এখন ওমিক্রণ আতঙ্কে ভুগছে গোটা দেশ। রাজ্যজুড়ে জারি হয়েছে সর্তকতা। তার মধ্যেই আসছে উৎসবের মরসুম। সামনেই আসছে বড়দিন এবং নববর্ষ। বড়দিন এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার সময়, হই-হুল্লোড় আর আনন্দে মেতে উঠবে আট থেকে আশি। মানুষের এই আনন্দ উৎসবে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না হয়, তার জন্য আগে থেকেই সাবধান হচ্ছে প্রশাসন (West Bardhaman News)।
রাস্তাঘাটে মানুষের নিরাপত্তা, রাস্তাগুলিকে যানজট মুক্ত রাখা এবং গুরুত্বপূর্ণভাবে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, পুলিশ কর্তারা ইতিমধ্যেই পথে নেমে পড়েছেন। চলছে পরিদর্শন, নজরদারি (West Bardhaman News)। উৎসবের দিনগুলি সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে আনন্দের সঙ্গে পালন করতে পারেন, তার জন্য সবরকম সাবধানতা অবলম্বন করে রাখতে চাইছেন পুলিশকর্তারা। তৈরি হচ্ছে সেই মতো পরিকল্পনা।
advertisement
ইতিমধ্যেই, শনিবার দুর্গাপুর শহরের ব্যস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন পুলিশের বড় কর্তারা। শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বিভিন্ন মলগুলিতে পরিদর্শন সেরেছেন পুলিশের একাধিক শীর্ষকর্তা। পাশাপাশি, সিটি সেন্টারে থাকা গির্জাতে পরিদর্শনে গিয়েছিলেন পুলিশকর্তারা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট- এর ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, এসিপি ট্রাফিক তুহিন চৌধুরী - সহ একাধিক পুলিশকর্তা এইদিনের পরিদর্শনে ছিলেন। সিটি সেন্টারের শপিংমল, গীর্জা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। বড়দিন এবং নববর্ষ উপলক্ষে শহরকে সুরক্ষিত, সুস্থ এবং যানজটমুক্ত রাখতে এই পরিদর্শন বলে জানা গিয়েছে (West Bardhaman News)।
advertisement
advertisement
উৎসবের দিন গুলিতে ভিড় - যানজট ও দুর্ঘটনা এড়াতে একাধিক পুলিশি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি শহরের প্রাণকেন্দ্রে কোনও রকম অশান্তি যাতে না হয়, সেই বিষয়েও নজর রাখা হবে। গুরুত্বপূর্ণ ভাবে করোনা বিধিনিষেধের বিষয়েও কড়া নজরদারি থাকবে পুলিশের। উল্লেখ্য, ওমিক্রণ আতঙ্কে রাজ্য সরকার নতুন করে বিধি নিষেধ বলবৎ করেছে। তবে বড়দিন এবং বর্ষবরণের দিনগুলিতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কিন্তু, মানুষের আনন্দ যাতে কোনভাবে বিপদ ডেকে না আনে, সে বিষয়ে সতর্ক রয়েছেন পুলিশ কর্তারা।
advertisement
এই বিষয়ে ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, ২৪ ও ২৫ তারিখ যানজট যাতে না হয়, সেই বিষয়ে নজর রাখা হবে। কোভিড বিধিনিষেধ মানা হচ্ছে কি না, সেদিকেও নজরদারি চলবে। পাশাপাশি শহরজুড়ে নজরদারির জন্য ব্যবহার করা হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। কোথায় কোথায় সিসিটিভি বসানো হবে, সে বিষয়েও ব্লুপ্রিন্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে পুলিশ।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
December 18, 2021 8:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- সামনেই বড়দিন, নববর্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে পথে পুলিশকর্তারা।