West Burdwan Snake : শিশুদের চোখে না পড়লে হত বিশাল বিপদ, জোড়া বিষধর দেখে আতঙ্ক

Last Updated:

West Burdwan Snake : হয়তো খেলা ছলে বড় বিপদের মুখে পড়তো ওই শিশুরাই। কিন্তু তাদের উপস্থিত বুদ্ধির জেরে ভয়ঙ্কর বিষধর দুটি সাপ উদ্ধার করতে পারলেন বন দফতরের কর্মীরা। 

+
সাপ

সাপ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন বন দফতরের কর্মীরা।

নয়ন ঘোষ, কাঁকসা, পশ্চিম বর্ধমান : শিশুরা গিয়েছিল খেলতে। হঠাৎ তাদের নজরে পড়ল ভয়ঙ্কর দুই বিষধর। শিশুরা খেয়াল না করলে হতে পারত বড় বিপদ। হয়তো খেলা ছলে বড় বিপদের মুখে পড়ত ওই শিশুরাই। কিন্তু তাদের উপস্থিত বুদ্ধির জেরে বিষধর দুটি সাপ উদ্ধার করতে পারলেন বন দফতরের কর্মীরা। খেলতে গিয়ে শিশুরা সাপ দুটিকে দেখতে পেয়ে বাড়ির লোককে জানায়। তারপরও তৎপরতার সঙ্গে খবর দেওয়া হয় থানায়।
এর পর থানা সূত্রে খবর পেয়ে বিষধর দুটি চন্দ্রবোড়া পূর্ণবয়স্ক সাপ উদ্ধার করে নিয়ে গিয়েছেন বন দফতরের কর্মীরা। কাঁকসার পানাগড় গ্রামের ঘটনা। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, একটি সাপ প্রায় তিন ফুট লম্বা। আর একটি সাপ চার ফুট লম্বা। দুটি চন্দ্রবোড়া সাপই বিষধর এবং পূর্ণবয়স্ক।
advertisement
আরও পড়ুন :  সন্তানরা ব্যস্ত নিজেদের সংসারে, একাকিত্ব কাটাতে ফের বিয়ে করলেন ৭০ বছর বয়সি বৃদ্ধ
জানা গিয়েছে, কাঁকসার পানাগর গ্রাম থেকে দুটি বিষধর সাপ উদ্ধার করেছেন বন দফতরের আধিকারিকরা। এদিন পানাগর গ্রামের শিশুরা খেলার সময় দুটি বিষধর সাপকে দেখতে পায়। এর পরেই তারা গ্রামের মানুষকে খবর দিলে, সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ ছুটে আসেন। ঘটনা চাউর হতেই এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। যদিও দুটি বিষধর সাপ কীভাবে এলাকার মধ্যে ঢুকে পড়ল, তা কারোর জানা নেই।
advertisement
advertisement
আরও পড়ুন :  নকুলদানাতেই লুকিয়ে চরম বিপদ! জেনে নিন বিশেষজ্ঞদের সতর্কবার্তা
তবে স্থানীয়দের তৎপরতায় বন দফতরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাপ দুটি পূর্ণবয়স্ক এবং অত্যন্ত বিষধর। তবে শিশুরা খেলার সময় সাপের কামড় খেলে বড়সড় বিপদ ঘটতে পারতো।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan Snake : শিশুদের চোখে না পড়লে হত বিশাল বিপদ, জোড়া বিষধর দেখে আতঙ্ক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement