Vande Bharat Express: বহু প্রতীক্ষার বন্দে ভারতকে স্বাগত জানাতে স্টেশনে স্টেশনে উপচে পড়া ভিড়

Last Updated:

পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ঘিরে উন্মাদনা পশ্চিম বর্ধমান জেলায়। দুর্গাপুর, আসানসোলে স্বাগত জানানো হলো এই প্রিমিয়াম ট্রেনকে

+
title=

পশ্চিম বর্ধমান: সবুজ পতাকা, মানুষের হইচই, আর দেদার সেলফিতে স্বাগত জানানো হল পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসকে। বহু প্রতীক্ষার পর অবশেষে বাংলা পেল চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস। যা চলবে আসানসোল-দুর্গাপুরের উপর দিয়ে। শেষ মুহূর্তে এসে পূর্ব রেল জানায়, দুর্গাপুরেও বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হবে। তাতেই দুর্গাপুরবাসী আনন্দে আত্মহারা হয়ে যায়। মানুষের সেই উচ্ছ্বাস ধরা পড়ল পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী চলাচলের দিনই।
বন্দে ভারতের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আসানসোল, রানিগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, পানাগড়ে রেলের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বন্দে ভারতকে স্বাগত জানাতে আসানসোল স্টেশনে এসেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। অন্যদিকে দুর্গাপুরে বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানান সাংসদ এস এস আলুওয়ালিয়া। আট কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে সপ্তাহে ৬ দিন। ট্রেনটি পাটনা থেকে ছাড়বে সকাল ৮ টা নাগাদ। আবার হাওড়া থেকে বিকেল ছেড়ে ট্রেনটি রাতে পাটনা পৌঁছবে।
advertisement
advertisement
এই বিষয়ে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই এলাকার মানুষ বহুদিন অপেক্ষা করছিল বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। এতদিন বাংলায় অন্যান্য রুটে বন্দে ভারত এক্সপ্রেস চললেও এই রুটে ছিল না। কিন্তু এবার মানুষের কাছে সেই সুযোগ এসে গেল। এই ট্রেনের সুফল পাবেন আসানসোল, দুর্গাপুর সহ বাঁকুড়া, বীরভূমের মানুষজনও। তাঁরা কম সময়ে এখান থেকে হাওড়া পৌঁছে যেতে পারবেন। এক্ষেত্রে লাক্সারি বাসে যেতে যে ভাড়া খরচ করতে হয় বন্দে ভারতে এক্সপ্রেসও তেমনই খরচ হবে। ফলে নতুন বন্দে ভারত এই রুটের যাত্রীদের কাছে এক আরামদায়ক সফরের অনুভূতি এনে দেবে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Vande Bharat Express: বহু প্রতীক্ষার বন্দে ভারতকে স্বাগত জানাতে স্টেশনে স্টেশনে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement