Paschim Bardhaman News : নাটকে দিয়ে বার্তা পৌঁছে দেওয়া যায় সহজেই, আইনজীবীরা অভিনয় করলেন মনোজ মিত্রের নাটকে

Last Updated:

আইনের লড়াই ছেড়ে এবার নাটকের মঞ্চে আইনজীবীরা, আসানসোলে অভিনব উদ্যোগ...

+
title=

#পশ্চিম বর্ধমান : আদালতের লড়াই ছেড়ে নাটকের মঞ্চে আইনজীবীরা। আসানসোলে দেখা অভিনব ছবি। আদালতের কালো কোট ছেড়ে নাটকের মঞ্চে অভিনয় করলেন আইনজীবীরা। আসানসোলের ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল নাটকের। রবীন্দ্র ভবনে মঞ্চস্থ হয়েছে এই শরৎশশী নাটক। যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয় করেছেন আইনজীবীরা। আইনজীবীদের আদালতের বাইরেও যে একটা জগত রয়েছে, সেই বার্তা সমাজের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি নাট্য শিল্পকে বাঁচিয়ে রাখতে আইনজীবীরা আদালত ছেড়ে নেমে এসেছিলেন নাটকের মঞ্চে।
মনোজ মিত্র রচিত এবং সমীর দত্তের নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে এই শরৎশশী নাটক। এই বিষয়ে আইনজীবীরা জানিয়েছেন, নাট্য শিল্প বর্তমানে প্রায় ধ্বংস হতে বসেছে। নাটকের গুরুত্ব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বড় বড় মাল্টিপ্লেক্স গুলির কাছে। অথচ এই নাট্য শিল্পের ওপর নির্ভর করে বহু শিল্পী তাদের জীবনযাত্রা বাঁচিয়ে রেখেছেন।
advertisement
advertisement
নাটকের মধ্যে দিয়ে সামাজিক বার্তা পৌঁছে দেওয়া যায় খুব সহজেই। সেজন্য নাট্য শিল্পকে বাঁচিয়ে রাখা খুব গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই আসানসোলের রবীন্দ্রভবনে আয়োজন করা হয়েছিল এই নাটক। যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে সদা কালো কোট পড়ে থাকা মানুষগুলিকে।
advertisement
আসানসোলের রবীন্দ্র ভবনে আইনজীবীদের এই নাটক দেখতে বহু মানুষ ভিড় করেছিলেন। সকলেই আইনজীবীদের এই অভিনয় সত্তাকে বাহবা দিয়েছেন। কুর্নিশ জানিয়েছেন আইনজীবীদের এই উদ্যোগকে। সকলেই বলছেন, শুধু আইনি মারপ্যাঁচ নয়, তার বাইরেও আইনজীবীদের একটা জগৎ আছে। বিনোদন আছে, পরিবার আছে, আছে নিজস্ব কিছু প্রতিভা। আর সেই প্রতিভা সকলের সামনে আইনজীবীরা তুলে ধরতে পেরেছেন এই নাটকের মাধ্যমে।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : নাটকে দিয়ে বার্তা পৌঁছে দেওয়া যায় সহজেই, আইনজীবীরা অভিনয় করলেন মনোজ মিত্রের নাটকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement