West Burdwan News : ব্যারেজে তলিয়ে যাওয়া এক ছাত্রের দেহ উদ্ধার, এখনও নিখোঁজ তিন

Last Updated:

মঙ্গলবার দীর্ঘ তল্লাশি চালানোর পর, বুধবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার পর্ব। তারপরেই এদিন সৌমজিৎ সাহা নামের এক ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে। 

+
title=

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : দুর্গাপুর ব্যারেজে তলিয়ে যাওয়া ছাত্রের দেহ উদ্ধার। তিন ছাত্রের মধ্যে এদিন বুধবার এক ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকেই উদ্ধারকারী দলের সদস্যরা তলিয়ে যাওয়ার তিন ছাত্রের দেহের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। মঙ্গলবার দীর্ঘ তল্লাশি চালানোর পর, বুধবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার পর্ব। তারপরেই এদিন সৌমজিৎ সাহা এক ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্র দুর্গাপুর এমএএমসি’র বাসিন্দা বলে জানা গিয়েছে।
অন্যদিকে, এখনও পর্যন্ত দুই ছাত্রের দেহ উদ্ধার করা যায়নি। যার কারণে ওই দুই ছাত্রের পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে দুর্গাপুর ব্যারেজের স্নান করতে নেমে তলিয়ে যাওয়া অপর দুই ছাত্র শুভজিৎ নস্কর এবং ভিকি শীলের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে যেহেতু জেলা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, ফলে উদ্ধারকার্যের কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু উদ্ধারকারী দলের সদস্যরা বোট নিয়ে ওই দুই ছাত্রের দেহের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
advertisement
advertisement
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ৮ জন ছাত্র বাড়ি থেকে বের হয়েছিল স্কুল যাওয়ার নাম করে। তারা দুর্গাপুরের বেনাচিতির একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র। কিন্তু স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে তারা হঠাৎ করে দুর্গাপুর ব্যারেজে হাজির হয়। দুর্গাপুর ব্যারেজের স্নান করতে নামেন তিন ছাত্র। স্নান করতে নেমে এক ছাত্র তলিয়ে যেতে শুরু করে। তখন তাকে বাঁচাতে গিয়ে আরও দুই ছাত্র তলিয়ে যান। তারপর থেকেই সৌমজিৎ, শুভদীপ এবং ভিকির কোনও খোঁজ ছিল না। তবে এদিন বুধবার সৌমজিতের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের এখনও কোনও হদিস পাওয়া যায় নি।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : ব্যারেজে তলিয়ে যাওয়া এক ছাত্রের দেহ উদ্ধার, এখনও নিখোঁজ তিন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement