Gandhi Jayanti 2023 : গান্ধীজির পাঠানো চিঠি আজও এই স্কুলে সাজানো! কিসের চিঠি? কেন দিয়েছিলেন?

Last Updated:

Gandhi Jayanti 2023 : আসানসোলের ঊষাগ্রাম বয়েজ হাইস্কুল। এই বিদ্যালয়ের ইতিহাস স্বাধীনতার আগের। জেলার অন্যতম পুরনো এই বিদ্যালয়।

+
গান্ধীজির

গান্ধীজির পাঠানো চিঠি।

আসানসোল: গান্ধীজির সঙ্গে আসানসোল বা রানীগঞ্জের যোগাযোগ যে ছিল, সেটা অনেক জায়গাতেই উল্লেখ পাওয়া যায়। ইতিহাস নিয়ে যাদের চর্চা করার অভ্যাস রয়েছে, তারা বিষয়টি সম্পর্কে খুবই ভালভাবে অবগত। সেই গান্ধীজির যোগ রয়েছে আসানসোলের একটি স্কুলের সঙ্গেও। তার আগে আপনাদের জানতে হবে আরও একটি বিষয়। আপনারা জানেন কী দেশের মধ্যে আসানসোলে প্রথম তৈরি হয়েছিল সেপটিক ট্যাঙ্কের ফর্মুলা। যে ফর্মুলা চেয়ে পাঠিয়েছিলেন স্বয়ং গান্ধীজি। ফর্মুলা পাওয়ার পর ধন্যবাদ জ্ঞাপন করে আবার একটি চিঠি দিয়েছিলেন তিনি। গান্ধীজির পাঠানো সেই চিঠি আজও শোভা পাচ্ছে আসানসোলের ওই স্কুলে।
আসানসোলের ঊষাগ্রাম বয়েজ হাইস্কুল। এই বিদ্যালয়ের ইতিহাস স্বাধীনতার আগের। জেলার অন্যতম পুরনো এই বিদ্যালয়। এই বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য প্রথম তৈরি হয়েছিল শৌচালয়ের সেপটিক ট্যাঙ্ক ফর্মুলা। যা বর্তমানে বহুলভাবে প্রচলিত। সেপটিক ট্যাঙ্কের বিষয়টি জানতে পেরে গান্ধীজি সেই ফর্মুলা চেয়ে পাঠান।
advertisement
গুজরাটের সবরমতিতে গান্ধীজির আশ্রমের শৌচালয়ের জন্য এই ফর্মুলা তিনি চেয়ে পাঠিয়েছিলেন। তখন উষাগ্রাম বয়েজ হাইস্কুলের দায়িত্বে ছিলেন হিলিয়াম বায়ার্স। তাঁকেই প্রথম চিঠি পাঠিয়েছিলেন গান্ধীজি। এরপর যে ইঞ্জিনিয়ার ওই সেপটিক ট্যাঙ্ক তৈরি করেছিলেন, তিনি ফর্মুলা পাঠিয়েছিলেন গান্ধীজিকে। পরিবর্তে ধন্যবাদ জ্ঞাপন করে একটি চিঠি গান্ধীজী পাঠিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষকে।
advertisement
সঠিকভাবে সাল না জানা গেলেও, আনুমানিক স্বাধীনতার বেশ কয়েক বছর আগের এই ঘটনা বলে দাবি করা হয়। গান্ধীজীর পাঠানো ধন্যবাদ জ্ঞাপন করা এই চিঠিটি ছিল হিলিয়াম বায়ার্সের পরিবারের কাছে। ২০১১ সালে হিলিয়াম বায়ার্সের নাতি এই চিঠিটি বিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠান। আর তারপর থেকে গান্ধীজির পাঠানো এই চিঠি সাজিয়ে রাখা আছে বিদ্যালয়ে। গান্ধীজির পাঠানো এই চিঠি বিদ্যালয়ের সঙ্গে গান্ধীজির যোগের প্রমাণ দিয়ে চলেছে এখনও।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Gandhi Jayanti 2023 : গান্ধীজির পাঠানো চিঠি আজও এই স্কুলে সাজানো! কিসের চিঠি? কেন দিয়েছিলেন?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement