Poila Baisakh: নববর্ষের সকালে দর্শনার্থীদের লম্বা লাইন কল্যাণেশ্বরী মন্দিরে

Last Updated:

পয়লা বৈশাখ উপলক্ষে শনিবার সকাল থেকে সাধারণ পুণ্যার্থী ও ব্যবসায়ীদের লম্বা লাইন দেখা গেল কল্যাণেশ্বরী মন্দিরে।

+
title=

পশ্চিম বর্ধমান: নতুন বছরের প্রথম দিন ঈশ্বরের কাছে প্রার্থনা গোটা বছর সকলের ভাল ও সুস্থ কাটুক। সেই লক্ষ্যে‌ই দেবীর কাছে প্রার্থনা করার জন্য শনিবার সকাল থেকে ভিড় উপচে পড়ল মাইথন বাঁধের কল্যানেশ্বরী মন্দিরে। এই মন্দিরে আসা মানে পুজো দেওয়ার পাশাপাশি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। তবে তীব্র দাবদাহের কারণে এই মুহূর্তে মাইথন বাঁধের আশেপাশের প্রকৃতি উপভোগ করার সুযোগ খুবই কম।
পয়লা বৈশাখ উপলক্ষে শনিবার সকাল থেকে সাধারণ পুণ্যার্থী ও ব্যবসায়ীদের লম্বা লাইন দেখা গেল কল্যাণেশ্বরী মন্দিরে। প্রতি বছরের মত চিরাচরিতভাবে এবারেও আসানসোলের এই অন্যতম পুরনো এই মন্দিরে বাংলা নববর্ষের প্রথম দিন ভিড় হয়।
advertisement
বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ তিথিতে কল্যাণেশ্বরী মন্দিরের পুজো দেওয়ার লম্বা লাইন দেখা যায়। তালিকায় যেমন রয়েছে দুর্গা পুজো, কালীপুজো তেমনই থাকে পয়লা বৈশাখ। ইংরেজি নববর্ষেও এই মন্দিরে বহু পুণ্যার্থী ভিড় করেন।
advertisement
হাজার হাজার পুণ্যার্থীর সকাল থেকেই ভিড় করায় বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত ছিল কল্যাণেশ্বরী মন্দিরে। সেই সঙ্গে তীব্র গরমে যাতে আগত দর্শনার্থীরা অসুস্থ না হয়ে পড়েন তার জন্য বিশেষ বন্দোবস্ত রাখা ছিল।
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Poila Baisakh: নববর্ষের সকালে দর্শনার্থীদের লম্বা লাইন কল্যাণেশ্বরী মন্দিরে
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement