Panchayat Election 2023: বয়স ১১৪ বছর! রাজ্যের প্রবীণতম ভোটার হেঁটে বুথে ঢুকলেন

Last Updated:

বয়স ১১৪ বছর, কিন্তু তাতেও উৎসাহে কমতি নেই। হেঁটে বুথে ঢুকে ভোট দিলেন প্রবীণতম ভোটার হারাধন সাহা

+
title=

পশ্চিম বর্ধমান: নিজের‌ই দেওয়া কথা রাখলেন ১১৪ বছরের হারাধন সাহা। কদিন আগেই কাঁকসার এই অতি বৃদ্ধ মানুষটি নিজের মুখে বলেছিলেন, বুথে গিয়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট দেব। কথামতো শনিবার একটু বেলার দিকে বাড়ির কাছের বুথে হেঁটে গিয়ে ভোট দিয়ে এলেন হারাধনবাবু। এবারের পঞ্চায়েত নির্বাচনে তিনি রাজ্যের সবচেয়ে প্রবীণ ভোটার বলে জানা গিয়েছে। তাঁর কথা জানাজানি হতেই ইতিমধ্যে সাড়া পড়ে গিয়েছে।
১১৪ বছর বয়স মুখের কথা নয়। ৮০ ছোঁয়ার আগেই যখন আজকাল বেশিরভাগ নারী-পুরুষ হাঁটু, কোমড়ের ব্যথায় প্রায় চলাফেরার ক্ষমতা হারান সেখানে হারাধন সাহা আজও কারোর সাহায্য ছাড়াই হাঁটতে পারেন। তবে বয়সের জন্য শরীর একটু ঝুঁকে পড়ায় দু’হাতে দুটো লাঠি ধরতে হয়। এদিন ভোট দেওয়ার জন্য টোটো থেকে নেমে দু’হাতে দুটো লাঠি নিয়ে কারোর সাহায্য ছাড়াই পায়ে হেঁটে বুথের মধ্যে ঢোকেন। তাঁর জন্য ভোটদানের বিশেষ ব্যবস্থা ছিল বুথে।
advertisement
advertisement
কাঁকসার সরস্বতীগঞ্জের বুথে ভোট দেন অতি বৃদ্ধ হারাধনবাবু। তাঁকে দেখে লাইন ছেড়ে দেন বাকি ভোটাররা। তবে হারাধন সাহার প্রকৃত বয়স নিয়ে একটা ছোট্ট বিতর্ক আছে। ভোটার কার্ড অনুযায়ী তাঁর বয়স ১০৪ বছর। যদিও পরিবারের সদস্যরা বলেন হারাধনবাবুর আসল বয়স ১১৪ বছর। তবে এই বিতর্ক তাঁর কৃতিত্বে বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেনি।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Panchayat Election 2023: বয়স ১১৪ বছর! রাজ্যের প্রবীণতম ভোটার হেঁটে বুথে ঢুকলেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement