Food: ধোসার বিশাল সম্ভার! নিজের পছন্দ মত সাজিয়ে নিতে পারবেন ধোসা! কোথায় জানেন?
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সবসময়য়ের জন্যই বিভিন্ন স্বাদের ধোসা, ইডলি রয়েছে তাদের কাছে। আর দাম নিয়েও চিন্তার খুব বিশেষ কিছু নেই।
দুর্গাপুর: ধোসার বিশাল সম্ভার। নাম মাত্র দামে খাঁটি দক্ষিণ ভারতের স্বাদ। আবার মনের মত করে স্বাদ অনুযায়ী বানিয়ে নিতে পারেন ধোসা। এমনই সুযোগ নিয়ে হাজির দুর্গাপুরের একটি রেস্টুরেন্ট। যেখানে আপনি পেয়ে যাবেন প্লেন ধোসা থেকে শুরু করে মশলা ধোসা, মহীশূর ধোসা-সহ নানা রকমের দক্ষিণ ভারতের পরিচিত খাবারের আইটেম।
দুর্গাপুর স্টেশন থেকে মুচিপাড়া যাওয়ার পথে কিলোমিটার দুয়েকের মধ্যেই রয়েছে এই নতুন রেস্টুরেন্টটি। এই জায়গায় আপনি শুধুমাত্র দক্ষিণ ভারতের নানা খাবার পাবেন। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সবসময়য়ের জন্যই বিভিন্ন স্বাদের ধোসা, ইডলি রয়েছে তাঁদের কাছে। আর দাম নিয়েও চিন্তার খুব বিশেষ কিছু নেই। কারণ দামও রয়েছে সাধারণের নাগালের মধ্যে।
advertisement
advertisement
তবে, এই রেস্টুরেন্টের মহীশূর ধোসা সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ মশলা দিয়ে তৈরি এই ধোসা খেতে বারবার আসছেন মানুষ। মহীশূরধোসার দাম রাখা হয়েছে ১৮০ টাকা। তবে, ১২০ টাকা থেকেই এখানে ধোসার দাম শুরু হচ্ছে। সঙ্গে রয়েছে আনলিমিটেড সাম্বার এবং চাটনি। তবে আপনি যদি কাস্টমাইজ ধোসা খেতে চান, তাহলে সেই দাম আপনাকে আলাদাভাবে দিতে হবে।
advertisement
রেস্টুরেন্টের এক্সিকিউটিভ সেফ জানিয়েছেন, ভোজন প্রিয় মানুষের মুখে সেরা স্বাদ তুলে দিতে তাঁরা প্রস্তুত। গ্রাহকরা যাতে নিজেদের পছন্দ মত স্বাদ পান, সেদিকে সবসময় নজর রাখছেন সংস্থার কর্মী এবং রাঁধুনীরা। তাই আপনিও যদি দুর্গাপুরে বসে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ উপভোগ করতে চান, তাহলে ঘুরে আসুন এই রেস্টুরেন্ট থেকে।
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 29, 2023 4:52 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Food: ধোসার বিশাল সম্ভার! নিজের পছন্দ মত সাজিয়ে নিতে পারবেন ধোসা! কোথায় জানেন?






