Paschim Bardhaman: শপথ নিলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়

Last Updated:

শপথ নিলেন আসানসোল পুরসভার নতুন মেয়র বিধান উপাধ্যায়। শপথ নিয়েছেন পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। শপথ নিয়েছেন আসানসোল পুরসভার ১০৬ টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলররা।

+
শপথ

শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে মেয়র বিধান উপাধ্যায়।

আসানসোল: কাউন্সিলরদের সঙ্গে নিয়ে শপথ নিলেন আসানসোল পুরসভার নতুন মেয়র বিধান উপাধ্যায়। শপথ নিয়েছেন পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। শপথ নিয়েছেন আসানসোল পুরসভার ১০৬ টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলররা। বিশিষ্টদের উপস্থিতিতে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবীন্দ্র ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুক্রবার দুপুরে আসানসোল পুরসভার মেয়রসহ অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়, জেলাশাসক এস অরুণ প্রসাদ, দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জি সহ বিশিষ্টরা। তাছাড়াও আসানসোল সাব ডিভিশনাল অফিসার অভিজ্ঞান চট্টোপাধ্যায় এবং অন্যান্য বিধায়করা হাজির ছিলেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের মেজাজে ছিল এই শহর। আসানসোল রবীন্দ্রভবনের সামনে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন অনুষ্ঠান দেখতে। তাছাড়াও বিএনআর মোড় সংলগ্ন এলাকায় ছিল উৎসবের আমেজ। বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের। শপথ নেওয়ার পর শহরের উন্নয়নের পক্ষে সওয়াল করেছেন নতুন মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প গুলি রয়েছে, সেই প্রকল্পের সুবিধা যাতে আসানসোলবাসী পান, সেদিকে নজর দেওয়া হবে। পাশাপাশি নির্বাচনী ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আসানসোলবাসীর জন্য সেগুলি পূরণের করার লক্ষ্যে নজর দেবে। আপাতত শহরের যে সমস্ত কাজ বাকি রয়েছে, সেগুলি দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। উল্লেখ্য এই অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সুষ্ঠু ভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের তরফ থেকেও শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে নজর ছিল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: শপথ নিলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement