West Bardhaman News: পড়ুয়াদের ভালবাসার পরামর্শ জাতীয় শিক্ষকের

Last Updated:

রাষ্ট্রপতির থেকে সম্মাননা গ্রহণ করে দুর্গাপুরে ফিরলেন 'জাতীয় শিক্ষক' রমেশ রক্ষিত

+
title=

পশ্চিম বর্ধমান: জাতীয় শিক্ষক হয়ে ঘরে ফিরলেন রমেশ রক্ষিত। দুর্গাপুর সরকারি আইটিআই কলেজের ইন্সট্রাক্টর পদে কর্মরত তিনি। শিক্ষক দিবসের দিন দিল্লিতে রমেশ রক্ষিতের হাতে জাতীয় শিক্ষকের সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু।
বৃহস্পতিবার রমেশ রক্ষিত দুর্গাপুরে ফিরলে আইটিআই কলেজের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। একটি পদযাত্রা করে দুর্গাপুরের মুচিপাড়া থেকে কলেজ পর্যন্ত নিয়ে যাওয়া হয় এই জাতীয় শিক্ষককে। সবার কাছ থেকে এত ভালবাসা পেয়ে আপ্লুত জাতীয় শিক্ষক রমেশ রক্ষিত।
advertisement
advertisement
আদতে বাঁকুড়ার বাসিন্দা রমেশবাবু। তবে বর্তমানে পরিবার নিয়ে থাকেন দুর্গাপুরেই। দুর্গাপুর আইটিআইয়ে ২০১৮ সালে যোগদেন। সেখানে পড়ুয়াদের পড়ানোর পাশাপাশি মনোবল বাড়ানোরও কাজ করেন। যে পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পায়, যারা মনোবল হারিয়ে ফেলে তাদেরকে তিনি আবার ফের শক্ত হতে শেখান। লড়াই করে জীবনের পথে এগিয়ে চলার দিশা দেখান এই জাতীয় শিক্ষক। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি পরামর্শ দেন, ‘পড়ুয়াদের ভালোবাসুন, নিজের সবটা উজাড় করে দিন।’
advertisement
উল্লেখ্য, দুর্গাপুরের মুচিপাড়ায় গভর্নমেন্ট আইটিআই কলেজের ইন্সট্রাক্টর রমেশ রক্ষিত। অটোমেশন বিষয়ক পিএলবি ল্যাবের মাস্টার ট্রেনার তিনি। ২০১০ সালে তিনি গড়িয়াহাট আইটিআইয়ে ইন্সট্রাক্টর হিসেবে যোগ দেন। ২০১৮ সালে ইন্সট্রাক্টর ইলেকট্রিশিয়ান পদে যোগ দেন দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে। তাঁর জাতীয় শিক্ষক হওয়ায় খুশি সকলে।
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পড়ুয়াদের ভালবাসার পরামর্শ জাতীয় শিক্ষকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement