West Bardhaman News: মায়ের পচাগলা দেহ আগলে শুয়ে ছেলে! দেখে হাড় হিম অবস্থা প্রতিবেশীদের!

Last Updated:

তদন্তকারীদের অনুমান, বার্ধক্যজনিত কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় ওই মৃতদেহের সঙ্গেই দু দিন কাটিয়েছেন

+
বৃদ্ধার

বৃদ্ধার মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।

#দুর্গাপুর : মারাত্মক ঘটনার সাক্ষী থাকল পানাগড় রেলপার এলাকা। যে ঘটনার সঙ্গে বছর কয়েক আগে ঘটে যাওয়া রবিনসন স্ট্রীট কাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন অনেকই। ঘটনার ছবি দেখে তাজ্জব হচ্ছেন স্থানীয়রা। এই ঘটনা দেখে হতবাক হয়ে যাচ্ছেন পুলিশকর্মীরাও। কারণ, রেলপাড় এলাকায় মৃত মায়ের পচাগলা দেহ আগলে দুদিন বদ্ধ ঘরে কাটিয়ে দিয়েছেন তাঁরই মানসিক ভারসাম্যহীন ছেলে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে কাঁকসা থানার পুলিশ।
এদিন পানাগড় বাজারের রেলপার ট্যাঙ্কি তলায় বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে, কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত বৃদ্ধার নাম বর্ণালী ব্যানার্জি। যে ঘরের ভেতরে বৃদ্ধার মৃতদেহ পড়েছিল, সেই ঘরের খাটে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ছেলে বছর পঞ্চাশের তাপস ব্যানার্জি শুয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃদ্ধার স্বামী রেলে চাকরি করতেন। স্বামী মারা যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পাশাপাশি তাঁর ছেলে তাপস ব্যানার্জি মানসিক ভারসাম্যহীন বহুদিন ধরেই। পানাগড় রেল পারের বাড়িতে ছেলেকে নিয়ে একাই থাকতেন তিনি। মৃত বৃদ্ধা একাই বাড়ির সব কাজ করতেন। কিন্তু গত দু'দিন ধরে বৃদ্ধা বাড়ির বাইরে বের হননি। এরপরই ওই বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
advertisement
তদন্তকারীদের অনুমান, বার্ধক্যজনিত কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় ওই মৃতদেহের সঙ্গেই দু দিন কাটিয়েছেন। পরে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসীর তৎপরতায় দেহটি উদ্ধার করা গিয়েছে। তবে মৃতদেহ আগলে ছেলের বদ্ধ ঘরে আটকে থাকার ঘটনায়, অনেকেই রবিনসন স্ট্রীট কাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: মায়ের পচাগলা দেহ আগলে শুয়ে ছেলে! দেখে হাড় হিম অবস্থা প্রতিবেশীদের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement