Paschim Bardhaman News: ড্রাগের নেশার বিরুদ্ধে মেগা ম্যারাথনের আয়োজন পাণ্ডবেশ্বরে

Last Updated:

ড্রাগের ব্যবহার বন্ধ করতে অভিনব সচেতনতামূলক প্রচার। ড্রাগের বিরুদ্ধে দৌড়লেন দেড় হাজার জন প্রতিযোগী। ড্রাগের নেশার বিরুদ্ধে বার্তা দিতে একটি বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়েছিল পাণ্ডবেশ্বরে।

+
title=

#পাণ্ডবেশ্বর : ড্রাগের ব্যবহার বন্ধ করতে অভিনব সচেতনতামূলক প্রচার। ড্রাগের বিরুদ্ধে দৌড়লেন দেড় হাজার জন প্রতিযোগী। ড্রাগের নেশার বিরুদ্ধে বার্তা দিতে একটি বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়েছিল পাণ্ডবেশ্বরে। পাণ্ডবেশ্বর এর বাকোলা এলাকায় এই মেগা ম্যারাসিনের আয়োজন করা হয়েছিল। যেখানে অংশগ্রহণ করেছিলেন প্রায় দেড় হাজার জন প্রতিযোগী। ড্রাগের বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, রোটারি ক্লাব এবং স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল।
প্রতিযোগিতায় স্থানাধিকারীদের জন্য ছিল আর্থিক মূল্যের পুরস্কার। তবে এই ম্যারাথনের মূল লক্ষ্য ছিল ড্রাগ ব্যবহারের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া। শীতের সকালে এমন ম্যারাথনের আয়োজন দেখে বাহবা দিয়েছেন জেলার মানুষ। মূলত, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং স্থানীয় কয়েকটি সংস্থার উদ্যোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। এমনিতেই সারা বছর ড্রাগ ব্যবহার করা কতটা ক্ষতিকর, সেই বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়নানা মহল থেকে। পুলিশ সারা বছর ধরে এই প্রচার চালায়। পাশাপাশি ড্রাগ কারবারিদের বিরুদ্ধে চলে অভিযান।
advertisement
তবে এখনও পর্যন্ত সমাজ থেকে ড্রাগের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করা যায়নি। ফলে সচেতনতার বার্তা পৌঁছে দিতে নানাভাবে উদ্যোগ নেওয়া হয়। আর তেমনি উদ্যোগ নেওয়া হয়েছিল এই ম্যারাথন এর মধ্যে দিয়ে। যেখানে প্রচুর মানুষজন অংশগ্রহণ করেছিলেন। দেড় হাজার জন প্রতিযোগী যেমন ড্রাগের বিরুদ্ধে বার্তা দিয়েছেন, তেমনি ভাবে আয়োজকরা ড্রাগ ব্যবহারের বিরুদ্ধে বার্তা দিয়েছেন। তাছাড়া ওই ম্যারাথন দেখতে বহু মানুষ ভিড় করেছিলেন। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: ড্রাগের নেশার বিরুদ্ধে মেগা ম্যারাথনের আয়োজন পাণ্ডবেশ্বরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement