West Bardhaman News- স্থানীয় এবং দমকলের উদ্যোগে বড়োসড়ো অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল পানাগড় সেনা ছাউনি
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বড়োসড়ো বিপদ থেকে রক্ষা পেল সেনা ছাউনি
#পশ্চিম বর্ধমান- বড়োসড়ো বিপদ থেকে রক্ষা পেল সেনা ছাউনি। বিশাল অগ্নিকাণ্ডের সম্ভাবনা থেকে রেহাই পেল বায়ু সেনা ছাউনি। বুধবার বায়ু সেনা ঘাঁটি সীমা বরাবর আগুন লেগে যায়। একটি দাহ্য পদার্থ মজুত গোডাউনে আগুন লাগে। দাও দাও করে জ্বলতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। দমকল কর্মীদের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। পানাগড় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়। সেনা ছাউনির আরও একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে সাহায্য করে। দমকলের ইঞ্জিনগুলিতে জল সরবরাহে সাহায্য করে বায়ু সেনা ঘাঁটি। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। ফলে বিশাল অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে পানাগড় বায়ু সেনা ঘাঁটি।
জানা গিয়েছে, বায়ু সেনা ঘাঁটির সীমানা এলাকায় একটি ধার্য পদার্থ মজুদ গোডাউনে আগুন লাগে। ফলে ওই সীমানা বরাবর আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন প্রথমে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আসে আরও একটি ইঞ্জিন। তিনটি ইঞ্জিনের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায় বায়ুসেনার আরও একটি ইঞ্জিন। সবমিলিয়ে চারটি ইঞ্জিন প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে গোডাউনে আগুন লেগেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। আগুন নেভানোর পর দীর্ঘক্ষন ধরে দমকল কর্মীরা কুলিং প্রসেস চালিয়েছেন। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন বায়ু সেনা ঘাঁটিতে ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারত। যদিও দমকল কর্মী এবং স্থানীয়দের প্রচেষ্টায় বড়োসড়ো সেই বিপদ আপাতত এড়ানো গিয়েছে।
Location :
First Published :
March 23, 2022 8:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- স্থানীয় এবং দমকলের উদ্যোগে বড়োসড়ো অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল পানাগড় সেনা ছাউনি