Paschim Bardhaman: ২০০ মহিলার সহযোগে মঙ্গল কলস শোভাযাত্রা

Last Updated:

স্থানীয় মানুষ এবং এলাকার মঙ্গল কামনায় মঙ্গল কলস যাত্রার আয়োজন করা হয়। পানাগড় বাজারের রনডিহা মোড় থেকে শোভাযাত্রা করে মঙ্গল কলস যাত্রা শুরু হয়। যায় পানাগর স্টেশন রোড পর্যন্ত।

+
ত্র্যাম্বকম

ত্র্যাম্বকম দুর্গা মন্দিরের পুজো উপলক্ষে কলস যাত্রা।

পশ্চিম বর্ধমানঃ পানাগড় বাজারে ২০০ জন মহিলার সহযোগে মঙ্গল কলস শোভাযাত্রা। স্থানীয় ত্র্যাম্বাকাম দুর্গা মন্দিরের পূজা উপলক্ষে কলস যাত্রার আয়োজন করা হয়। স্থানীয় মানুষ এবং এলাকার মঙ্গল কামনায় মঙ্গল কলস যাত্রার আয়োজন করা হয়। পানাগড় বাজারের রনডিহা মোড় থেকে শোভাযাত্রা করে মঙ্গল কলস যাত্রা শুরু হয়। যায় পানাগর স্টেশন রোড পর্যন্ত। স্টেশন রোড সংলগ্ন একটি পুকুর থেকে জল সংগ্রহ করে ফের কলস যাত্রা মন্দিরের দিকে রওনা দেয়। এই কলস যাত্রায় অংশগ্রহণ করেছিলেন স্থানীয় প্রায় ২০০ জন মহিলা। তা ছাড়াও স্থানীয় বহু মানুষজন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে স্থানীয় শিশু-কিশোরদের পাশাপাশি পুরুষদের অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। এই মঙ্গল শোভাযাত্রা দেখতে রাস্তার দু'পাশে বহু মানুষ ভিড় করেছিলেন। দুর্গা মন্দিরের চতুর্থ তম বাৎসরিক পূজা উপলক্ষে এই মঙ্গল কলস শোভাযাত্রার আয়োজন করা হয়। তবে শুধু মঙ্গল শোভাযাত্রা নয়। পাশাপাশি দুর্গা মন্দিরে পুজো উপলক্ষে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। হরিনাম সংকীর্তন এর পাশাপাশি আয়োজন করা হয়েছে নরনারায়ন সেবার। তাছাড়াও তিন দিন ব্যাপী বিশেষ পূজা পাঠ এর ব্যবস্থা করা হয়েছে। তবে বাৎসরিক পুজোর সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই মঙ্গল কলস শোভাযাত্রা। যাতে অংশগ্রহণ করেছিলেন স্থানীয় মহিলারা। মাথায় মঙ্গল কলস নিয়ে পানাগড় স্টেশন রোড থেকে রনডিহা মোড় পর্যন্ত এই শোভাযাত্রা করা হয়। মঙ্গল কামনা করতে করতে এই শোভাযাত্রা এগিয়ে গিয়েছে। পাশাপাশি সুদৃশ্য এই শোভাযাত্রায় দেখতে স্থানীয় মানুষদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অসময়ের দুর্গা মন্দিরের বাৎসরিক পুজোয় মেতে উঠেছেন স্থানীয় মানুষজন।
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: ২০০ মহিলার সহযোগে মঙ্গল কলস শোভাযাত্রা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement