Bardhaman Station Accident : বোনঝিকে ট্রেনে চাপাতে এসে আর বাড়ি ফেরা হল না মাফিজার! হাসপাতালে পড়ে রইল ৬ বছরের মেয়ে
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
মাফিজা দেবীর ৬ বছরের একটি মেয়ে রয়েছে। সেও মায়ের সঙ্গে স্টেশনে গিয়েছিল। দুর্ঘটনায় ছ'বছরের এই শিশুটিও আঘাত পেয়েছে।
বর্ধমান, পূর্ব বর্ধমান : এসেছিলেন দিদির মেয়েকে ট্রেনে চাপাতে। দিদির মেয়ে দিল্লিতে এমবি এর জন্য পড়াশোনা শুরু করবেন। তাই তাকে ট্রেনে চাপাতে পরিবারসহ এসেছিলেন মাফিজা খাতুন। কিন্তু বুঝতে পারেননি এমন ভয়ংকর পরিণতি হবে। বেঘোরে প্রাণ হারাতে হয়েছে মাফিজা খাতুনকে। আর হাসপাতালে যন্ত্রণায় কাঁদছে তার ছয় বছরের ছোট্ট মেয়ে।
মাফিজা খাতুনের বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি বর্ধমানের লাকুর্ডি এলাকায়। তিনি স্বামী এবং ছয় বছরের মেয়েকে নিয়ে স্টেশনে এসেছিলেন দিদির মেয়েকে ট্রেনে তুলতে। কিন্তু স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। তাতে মাথায় আঘাত পান মাফিজা দেবী। আর সেই ঘটনার জেরে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।
advertisement
জানা গিয়েছে, মাফিজা দেবীর ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সেও মায়ের সঙ্গে স্টেশনে গিয়েছিল। এই দুর্ঘটনায় আঘাতে ছ’বছরের এই ফুটফুটে শিশুটিও আঘাত পেয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে তার ডান পায়ে জোরালো আঘাত রয়েছে। সেই যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। বর্তমানে ওই শিশুকন্যা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসাধীন মাফিজা দেবীর স্বামীও।
advertisement
advertisement
মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারের সদস্যদের সকলেই শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন। বিশেষ করে তারা ভাবছেন ছয় বছরের ওই ছোট্ট শিশুটির কি হবে? তার ভবিষ্যৎ কি হবে? মা ছাড়া এই ছোট্ট শিশুটি কীভাবে বড় হবে? হঠাৎ করে মা হারিয়ে ফেলার যন্ত্রণা সে কীভাবে সহ্য করবে? এই সমস্ত বিষয় ভেবেই অস্থির হয়ে পড়ছেন পরিবারের সদস্যরা। ছোট্ট ওই শিশুকন্যা এখনও জানে না আর কোনওদিন তার সঙ্গে মায়ের দেখা হবে না। যে ঘটনা নিয়ে ভাবলেই পরিবারের সদস্যদের চোখে জল আসছে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 11:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman Station Accident : বোনঝিকে ট্রেনে চাপাতে এসে আর বাড়ি ফেরা হল না মাফিজার! হাসপাতালে পড়ে রইল ৬ বছরের মেয়ে