Asansol By Election: উপনির্বাচনের দিন সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে বিলি করা হল রুটি মাংস; জামুড়িয়ায় দেওয়া হল নকুলদানা, গুড় বাতাসা

Last Updated:

প্রথম ছবিটি ধরা পড়েছে আসানসোলের কল্যাণপুর হাউসিং এ। যেখানে সরকারি গাড়িতে করে বিলি করা হচ্ছিল খাবারের প্যাকেট। দ্বিতীয় ছবিটি ধরা পড়েছে জামুড়িয়ায়। যেখানে দেখা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের উদ্যোগে বিলি করা হচ্ছে নকুলদানা, গুড় বাতাসা

+
আসানসোলে

আসানসোলে বিলি হচ্ছে প্যাকেটবন্দি রুটি-মাংস, জামুড়িয়ায় বিলি হচ্ছে নকুলদানা।

#আসানসোল : আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ধরা পড়ল দু'রকমের বিচিত্র ছবি। প্রথম ছবিটি ধরা পড়েছে আসানসোলের কল্যাণপুর হাউসিং এ। যেখানে সরকারি গাড়িতে করে বিলি করা হচ্ছিল খাবারের প্যাকেট। দ্বিতীয় ছবিটি ধরা পড়েছে জামুড়িয়ায়। যেখানে দেখা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের উদ্যোগে বিলি করা হচ্ছে নকুলদানা, গুড় বাতাসা।
উপনির্বাচনের দিনে বেলার দিকে রাজ্য সরকারের স্টিকার লাগানো একটি গাড়িতে করে খাবারের প্যাকেট বিলি করতে দেখা গিয়েছে। আসানসোলের কল্যাণপুর হাউসিং এ সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে খাবার বিলি করা হয়েছে। প্যাকেট বন্দি করে পাঠানো হয়েছে রুটি, মাংস এবং মিষ্টি। যদিও গাড়ি চালক বা গাড়িতে থাকা ব্যক্তিরা সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খুলতে চান নি। উল্টে তিনি সংবাদমাধ্যমকে এড়িয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছেন। যা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও এ বিষয়ে খাবার বিলি করা একজন জানিয়েছেন, এলাকার গরিব মানুষদের জন্য এই খাবার বিলি করা হচ্ছে। তবে খাবার বিলি করার কাজে কেন সরকারি স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে সদুত্তর দিতে পারেন নি কেউই।
advertisement
অন্যদিকে, জামুড়িয়ায় নির্বাচনের দিন বেলার দিকে নকুলদানা এবং গুড় বাতাসা বিলি করতে দেখা গিয়েছে। নকুলদানা এবং গুড় বাতাসা বিলির কথা এর আগে বহুবার শোনা গিয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মুখে। অনুব্রত মণ্ডল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সামলানোর বড় দায়িত্ব পেয়েছিলেন দলের তরফ থেকে। যদিও তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে দলের নেতাদের নির্বাচনের দিন বেলার দিকে নকুলদানা এবং গুড় বাতাসা বিলি করতে দেখা গিয়েছে। উদ্যোক্তা তৃণমূল নেতারা বলছেন, এর মাধ্যমে কোন ভোটারদের প্রভাবিত করা হচ্ছে না। গরমের দিন ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছেন। যাওয়া-আসা করছেন রোদ মাথায় নিয়ে। তাই তাদের সেবা করার জন্য নকুলদানা এবং গুড় বাতাসা বিলি করা হচ্ছে। তবে এই বিষয়টিও ভালো চোখে দেখছেন না বিরোধীরা।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol By Election: উপনির্বাচনের দিন সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে বিলি করা হল রুটি মাংস; জামুড়িয়ায় দেওয়া হল নকুলদানা, গুড় বাতাসা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement