West Bardhaman News: পাঁচ মাস ধরে বন্ধ কারখানা, হাঁড়ি চড়ছে না শ্রমিকদের
- Published by:kaustav bhowmick
Last Updated:
গত ৫ মাস ধরে বন্ধ এই বেসরকারি কারখানাটি। শ্রমিকদের অভিযোগ, কোনরকম আগাম নোটিশ ছাড়াই কর্তৃপক্ষ হঠাৎ কারখানা বন্ধ করে দিয়েছে।
পশ্চিম বর্ধমান: পাঁচ মাস ধরে কারখানা বন্ধ। ফলে সংসারে হাঁড়ি চড়ছে না। অনেক আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। ফল হয়নি আন্দোলন করেও। সব মিলিয়ে যেন হতাশার গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছেন কাঁকসার রাহুল স্প্রিং প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা।
গত ৫ মাস ধরে বন্ধ কাঁকসার এই বেসরকারি কারখানাটি। শ্রমিকদের অভিযোগ, কোনরকম আগাম নোটিশ ছাড়াই কর্তৃপক্ষ হঠাৎ কারখানা বন্ধ করে দিয়েছে। গত পাঁচ মাস ধরে কারখানা বন্ধ থাকায় তাঁরা আর সংসার চালাতে পারছেন না বলে জানান শ্রমিকরা। বাধ্য হয়ে দ্রুত কারখানা খোলার দাবিতে বুধবার থেকে ফের অবস্থান-বিক্ষোভে বসেছেন শ্রমিকরা।
advertisement
advertisement
অসহায় শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তারা সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু কিছুতেই কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসতে চাইছে না শ্রমিকদের দাবি। বুধবার নতুন করে বিক্ষোভ শুরু করার বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। কিন্তু খবর পেয়ে পুলিশ পৌঁছে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ তুলে দেয়।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 10:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পাঁচ মাস ধরে বন্ধ কারখানা, হাঁড়ি চড়ছে না শ্রমিকদের