West Bardhaman News: রেজিস্ট্রারকে বরখাস্ত করতেই উপাচার্যের পদত্যাগ চেয়ে উত্তাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত অধ্যাপক ও শিক্ষাকর্মীরা সাংবাদিক সম্মেলন করে উপাচার্য সাধন চক্রবর্তীকে বরখাস্তের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে 'ভিসি গো ব্যাক' লেখা প্ল্যাকার্ড হাতে তাঁদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পশ্চিম বর্ধমান: উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বরখাস্ত করার প্রতিবাদে শুরু হয়েছে আন্দোলন। আন্দোলনে যোগ দেওয়া অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় কর্মীদের অভিযোগ, উপাচার্য একাধিক অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত। তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারছেন না।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত অধ্যাপক ও শিক্ষাকর্মীরা সাংবাদিক সম্মেলন করে উপাচার্য সাধন চক্রবর্তীকে বরখাস্তের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে 'ভিসি গো ব্যাক' লেখা প্ল্যাকার্ড হাতে তাঁদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
advertisement
এই আন্দোলনের শুরুটা বেশ কিছুদিন আগে। আন্দোলনে অংশ নেওয়া অধ্যাপক ও শিক্ষা কর্মীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনারকে বেআইনিভাবে বরখাস্ত করেছেন উপাচার্য। তারপর থেকেই দু'পক্ষের মধ্যে বিবাদ চরমে উঠেছে। মঙ্গলবারও একপ্রস্থ বিক্ষোভ দেখানো হয় উপাচার্যের বিরুদ্ধে। এরপর বুধবার ফের উপাচার্যের পদত্যাগের দাবি তোলা হয়েছে। রেজিস্ট্রার চন্দন কোনারের অভিযোগ, তিনি বিশ্ববিদ্যালয় গাছকাটা নিয়ে একটি অভিযোগ পাঠিয়েছিলেন ই-মেল মারফত। তারপর হঠাৎ তাঁকে বরখাস্ত করেন উপাচার্য। এমনকি মঙ্গলবার তাঁকে বিশ্ববিদ্যালয়ের গেটে ঢুকতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
advertisement
এছাড়াও উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ, নবীন বিশ্ববিদ্যালয় কাজী নজরুলের সম্পূর্ণ পরিকাঠামো তৈরি হতে সময় লাগবে। কিন্তু উপাচার্য সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ায় পরিকাঠামো নির্মাণের কাজ ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে উত্তাল অবস্থা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের।
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 6:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: রেজিস্ট্রারকে বরখাস্ত করতেই উপাচার্যের পদত্যাগ চেয়ে উত্তাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়