Jitendra Tiwari: হঠাৎ সংশোধনাগারে অসুস্থ জিতেন্দ্র তিওয়ারি, আনা হল হাসপাতালে!

Last Updated:

Jitendra Tiwari: বুধবার সন্ধ্যের দিকে হঠাৎ করেই শারীরিক সমস্যা দেখা দেয় জিতেন্দ্র তিওয়ারির। তিনি অসুস্থ বোধ করতেই নিয়ে আসা হয়েছে জেলা হাসপাতালে।

আসানসোল : কম্বল বিতরণ কাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার হয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এই মুহূর্তে তিনি রয়েছেন আসানসোলের বিশেষ সংশোধনাগারে। তাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করেন। বুধবার সন্ধের দিকে হঠাৎ করেই শারীরিক সমস্যা দেখা দেয় জিতেন্দ্র তিওয়ারির। সংশোধনাগারে বিজেপি নেতা অসুস্থ বোধ করতেই, তাকে নিয়ে আসা হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। অন্যদিকে তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন জিতেন্দ্র তিওয়ারির আত্মীয়রা।
উল্লেখ্য, ডিসেম্বর মাসে বিজেপির উদ্যোগে আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গালে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে পদপৃষ্ঠ হয়ে তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনায় নয়ডা যমুনা এক্সপ্রেস হয়ে থাকে গ্রেফতার করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে।
আরও পড়ুন:
advertisement
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে আসানসোল নিয়ে আসে। সেই মামলা শুনানিতে জিতেন্দ্র তেওয়ারিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে গত মঙ্গলবার তারপরে এদিন বুধবার সন্ধ্যের দিকে তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গেই তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা হাসপাতালে চিকিৎসকরা চিকিৎসা করছেন। অন্যদিকে প্রচুর সংখ্যায় পুলিশ রয়েছে জেলা হাসপাতালে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Jitendra Tiwari: হঠাৎ সংশোধনাগারে অসুস্থ জিতেন্দ্র তিওয়ারি, আনা হল হাসপাতালে!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement