Paschim Bardhaman News: বেওয়ারিশের মতো রাস্তায় এ কী পড়ে! অবাক সকলেই, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Paschim Bardhaman News: কী ভাবে এল এই গুরুত্বপূর্ণ নথি? কেনই বা হাল হল এমন? সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে।

+
নথি

নথি ঘিরে মানুষের কৌতুহল।

দুর্গাপুর: সকাল সকাল রাস্তায় বেরিয়ে মাথা ঘুরে গেল সকলের। রাস্তায় যা পড়ে থাকতে দেখলেন, তাতে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দুর্গাপুরে। এমন গুরুত্বপূর্ণ নথি রাস্তায় ‘বেওয়ারিশ’-এর মতো পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়া স্বাভাবিক। খবর ছড়িয়ে পড়ে দাবানলের মতো। পুলিশের কাছে পৌঁছতেও বেশি সময় লাগেনি। কিন্তু কী ভাবে এল এই গুরুত্বপূর্ণ নথি? কেনই বা হাল এমন? সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে।
দুর্গাপুরের সগরভাঙা কলোনি এলাকা। অনেকেই রোজকার মতো বেরিয়েছিলেন বাজার করতে। তখনই সকলের নজর পড়ে রাস্তার পাশে পড়ে থাকা নথির দিকে। সেখানে পড়ে রয়েছে একাধিক বই। সঙ্গে রয়েছে কার্ড। যেগুলির মেয়াদ এখনও পর্যন্ত উত্তীর্ণ হয়নি। এমন বিষয় নজরে পড়তেই গুঞ্জন শুরু হয় এলাকায়। সময় নষ্ট না করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে সব নথি উদ্ধার করে নিয়ে গিয়েছে।
advertisement
কিন্তু আসলে হয়েছে কী? এত হইচই কী নিয়ে? দুর্গাপুর সগরভাঙ্গা কলোনি এলাকা। সেখানে সকাল সকাল উদ্ধার হয়েছে ব্যাঙ্কের একাধিক পাসবই এবং এটিএম কার্ড। যেগুলিকে রাস্তার পাশে স্তুপাকৃতি অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, যে সমস্ত পাসবইগুলি উদ্ধার হয়েছে, সেগুলি চলতি বছর পর্যন্ত আপডেট করা হয়েছে। এমনকি, যে সব এটিএম কার্ডগুলি রয়েছে, সেগুলির ভ্যালিডিটিও রয়েছে এখনও পর্যন্ত। সমস্ত পাস বই এবং এটিএম কার্ডগুলি প্রধানমন্ত্রী জনধন যোজনার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
advertisement
advertisement
জানা গিয়েছে, দুর্গাপুরের ২৯ নং ওয়ার্ডের সগরভাঙ্গা হাউসিং কলোনীতে উদ্ধার হয়েছে পাসবই এবং এটিএম কার্ডের মতগুরুত্বপূর্ণ নথি। শনিবার সকালে সগরভাঙ্গা আবাসনের কে ব্লকের একটি মাঠের পাশেই কয়েকশো পাস বই আর এটিএম পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে পাসবই ও কার্ডগুলি উদ্ধার করে। নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেশিরভাগ পাসবই স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এফসিআই ব্রাঞ্চের। উদ্ধার হওয়া নথিগুলি মূলত সগরভাঙ্গা ও আশেপাশের এলাকার পাসবই বই বলে জানা গিয়েছে। কিন্তু কীভাবে এই পাসবই ও এটিএম এখানে এল, তা কারোর জানা নেই।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: বেওয়ারিশের মতো রাস্তায় এ কী পড়ে! অবাক সকলেই, চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement