'ওইটা দিন তো দাদা...' রাখির বাজারে বাড়বাড়ন্ত 'মোদি'!

Last Updated:

West Burdwan News: অনেকেই বলছেন, সম্প্রীতির উৎসব রাখিতে রাজনৈতিক ছাপ স্পষ্ট হয়ে উঠে আসছে। বোঝা যাচ্ছে মোদী মমতা দ্বৈরথ। তবে বিক্রেতারা সেসব কথা মানতে নারাজ।

+
মোদি

মোদি রাখি-তে ছয়লাপ বাজার

#আসানসোল: রাত পোহালেই রাখি বন্ধন উৎসব। তার আগে আসানসোল দুর্গাপুরের বিভিন্ন বাজার গুলিতে দেখা গেল রাখির পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। কিন্তু সেই অর্থে ক্রেতাদের দেখা পাওয়া যাচ্ছে না বলে দাবি করছেন তারা। আবার বিভিন্ন রাখির দোকানগুলিতে থেকে উঠে আসছে নানান চিত্র।
বিশেষ করে রাখির দোকানগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত রাখির বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে বহুল পরিমাণে। ক্রেতারাও বলছেন রাখির দাম অনেক বেশি। আর বিক্রেতাদের দাবি ক্রেতাদের পাওয়া যাচ্ছে না। ফলে বিপুল পরিমাণ সম্ভার সাজিয়ে রেখেও, ব্যবসা নিয়ে চিন্তিত তারা।
advertisement
advertisement
বিগত কয়েক বছর ধরেই দেখা যায় নিত্য নতুন হাল ফ্যাশনের রাখির সঙ্গে বিভিন্ন রকম রাজনৈতিক দলের সমর্থনেও রাখি পাওয়া যায় বাজারগুলিতে। সমাজ বিশেষজ্ঞরা বলছেন, রাখির মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন, সম্পর্কের বন্ধন তৈরি হয়। সম্পর্কের দৃঢ়তা তৈরি করতে রাখিবন্ধন উৎসবে মেতে ওঠেন অনেকে। কিন্তু সেই জায়গায় যদি রাজনৈতিক ছাপ উঠে আসে, তাহলে রাখিতেও বিভেদের সৃষ্টি হবে রাজনৈতিকভাবে। রাখি উৎসবের দিনে রাজনৈতিক বিভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মেতে ওঠার অনুরোধ করছেন তারা।
advertisement
অন্যদিকে, বিক্রেতারা বলছেন চলতি বছরে বিপুল পরিমাণ রাখির সম্ভার সাজিয়ে রেখেও, সেই অর্থে ব্যবসা ভালো চলছে না। রাখি উৎসবের আগেই মহরম চলে আসায়, বিক্রি অনেক কম হয়েছে। স্বাভাবিকভাবেই তারা চিন্তিত। বিপুল পরিমাণ রাখি কীভাবে বিক্রি হবে, তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন, নিত্যনতুন নানা রকমের রাখি থাকলেও, তার দাম বিগত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। অনেকেই পকেট ফ্রেন্ডলি রাখির দিকে ঝুঁকছেন। সে জায়গায় পছন্দ সত্বেও অনেকে বাড়ি নিয়ে যাচ্ছেন না দামি রাখি। আর দোকানে ক্রেতাদের ভিড় না দেখে ব্যবসায়ীরাও রীতিমতো চিন্তিত।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
'ওইটা দিন তো দাদা...' রাখির বাজারে বাড়বাড়ন্ত 'মোদি'!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement