West Bardhaman News: নির্বাচনের আগে শহরে নাকা তল্লাশি চালিয়ে উদ্ধার হল ২৬ লক্ষ টাকা

Last Updated:

দু'দিনে আসানসোলে উদ্ধার হল ২৬ লক্ষ টাকা। নাকা তল্লাশি চালিয়ে বারাবনি এলাকা এবং ডুবুরডি এলাকা থেকে মোট ২৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে

ডুবুরডি চেকপোস্ট উদ্ধার হওয়া নগদ টাকা।
ডুবুরডি চেকপোস্ট উদ্ধার হওয়া নগদ টাকা।
#পশ্চিম বর্ধমান : নির্বাচনের আগে নাকা তল্লাশিতে গত দু'দিনে আসানসোলে উদ্ধার হল ২৬ লক্ষ টাকা (Asansol News)। নাকা তল্লাশি চালিয়ে বারাবনি এলাকা এবং ডুবুরডি এলাকা থেকে মোট ২৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। যা নিয়ে আসন্ন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে চিন্তিত পুলিশ মহল (West Bardhaman News)।
নির্বাচনের আগে সতর্ক রয়েছে জেলা প্রশাসন (Asansol By Election)। কড়া নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্তারা। বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি। সেই তল্লাশিতে নির্বাচনের আগে বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট ২৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে (Money Recover)। যার মধ্যে বারাবনি এলাকা থেকে বুধবার উদ্ধার করা হয়েছে ১৭ লক্ষ টাকা। অন্যদিকে, বৃহস্পতিবার ডুবুরডি চেকপোস্টে নাকা তল্লাশির সময় নয় লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে (Naka Checking)।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে পুলিশের নাকা তল্লাশি থেকে উদ্ধার হয়েছে নগদ নয় লক্ষ টাকা(Asansol News)। সেই নগদ টাকা বাজেয়াপ্ত করেছে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নাকা তল্লাশির সময় বিহার থেকে আসা একটি চারচাকা গাড়ি থেকে এই প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হয়েছে।
advertisement
সূত্র মারফত জানা গিয়েছে, চারচাকা গাড়ির মধ্যে থাকা একটি ব্যাগের ভিতর থেকে নয় লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এত পরিমাণে নগদ অর্থ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার সঠিক প্রমাণ না পাওয়ায় এই নয় লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বিহারের আরা থেকে দুর্গাপুরের একটি কারখানায় শ্রমিকদের বেতন দেওয়ার জন্য এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও তার সঠিক কোন তথ্য প্রমাণ না পেয়ে, টাকাগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিনের এই নাকা তল্লাশির সময় উপস্থিত ছিলেন কুলটি থানা, চৌরাঙ্গী ফাঁড়ির ও অন্যান্য পুলিশকর্মীরা (Asansol Durgapur Police)।
advertisement
অন্যদিকে, জানা গিয়েছে বারাবনি থানার অন্তর্গত রুণাকুড়া নাকা পয়েন্টের ঝাড়খণ্ড বাংলা সীমানায়, সকাল থেকেই চলছিল নাকা তল্লাশি। তারই মধ্যে একটি ইন্ডিকা গাড়ি পুলিশের নজরে আছে। গাড়িটিতে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায়, গাড়ির মধ্যে রয়েছে প্রায় ১৭ লক্ষ নগদ টাকা। ওই গাড়িতে তিনজন ছিলেন বলে জানা গিয়েছে। যার মধ্যে একজন চালক, একজন কর্মচারী ও একজন মালিক ছিলেন বলে খবর।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গাড়ির মালিকের নাম এম.ডি নাসিম। তিনি ঝাড়খণ্ডের গোড্ডা জেলার বাসিন্দা। তার লোহার ব্যবসা রয়েছে বলে খবর। তাই এই টাকা নিয়ে কলকাতা যাচ্ছিলেন ব্যবসার জিনিসপত্র আনতে, এমনটাই দাবি করেছে অভিযুক্ত। বারাবনি থানার পুলিশ উদ্ধার হওয়া ১৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। সঠিক প্রমাণ ও কাগজপত্র দেখালে সেই অর্থ ফেরত দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপশি বারাবনি থানার পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।
advertisement
প্রসঙ্গত, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে নাকা তল্লাশিতে প্রায় নিয়ম করেই টাকা উদ্ধার হচ্ছে। যা নিয়ে আতঙ্কিত শহরের মানুষ (Asansol News)। চিন্তিত পুলিশ, প্রশাসনের কর্তারাও। বিভিন্নভাবে শহরের বিভিন্ন নাকা পয়েন্ট থেকে বিগত এক মাসে বহু টাকা উদ্ধার করেছেন পুলিশ কর্মী এবং পুলিশ কর্তারা। নির্বাচনের আগে এই ব্যাপক পরিমাণ টাকা উদ্ধার হওয়া নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে জেলায় (West Bardhaman News)। যদিও, পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে পুলিশকর্মীরা সব সময় সচেতন রয়েছেন। তাই আশঙ্কিত না হওয়ার আশ্বাস দিচ্ছেন তারা। অন্যদিকে বারবার টাকা উদ্ধার হওয়া নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলছেন শহরবাসী।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: নির্বাচনের আগে শহরে নাকা তল্লাশি চালিয়ে উদ্ধার হল ২৬ লক্ষ টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement