Vande Bharat Express: ২৬ সেপ্টেম্বর থেকেই ট্র্যাকে নামছে হাওড়া-পটনা বন্দেভারত! আসানসোল থেকে দুর্গাপুর বঙ্গে কখন কোথায় থামবে, জেনে নিন সময়সূচি
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
Last Updated:
আবার হাওড়া থেকে বন্দেভারত এক্সপ্রেস পটনার দিকে রওনা দেবে বেলা ৩টে বেজে ৫০ মিনিটে৷ তারপরে রাত ১০টা নাগাদ পৌঁছে যাবে পাটনা। হাওড়া থেকে রওনা দেওয়া বন্দেভারত দুর্গাপুর পৌঁছবে বিকেল পাঁচটা বেজে ২৮ মিনিট। আসানসোলে পৌঁছবে বিকেল ৫টা ৫৩ মিনিটে। তাছাড়া ট্রেনটি উভয় দিকের যাত্রাপথে দাঁড়াবে জামতারা, জসিডি, লক্ষ্মীসরাই, মোকামা এবং পাটনা সাহিব স্টেশনে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: একসঙ্গে দু’টো বন্দেভারত এক্সপ্রেস পাচ্ছে পশ্চিমবঙ্গ৷ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন। ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলেও সাধারণ মানুষের জন্য নিয়মিতভাবে এই বন্দেভারত এক্সপ্রেসের চলাচল শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। তার আগে জেনে নিন, পটনা-হাওড়া বন্দেভারতের চূড়ান্ত সময়সূচি, কী-ই বা তার ভাড়া ও নতুন ফিচার্স আপডেট।
পূর্ব রেল সূত্রে খবর, পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৮টা নাগাদ পটনা স্টেশন থেকে ছাড়বে। হাওড়া পৌঁছবে দুপুর ২:৩৫ মিনিট নাগাদ। অর্থাৎ, ৬ ঘণ্টা ৩৫ মিনিটে পটনা থেকে হাওড়ার দূরত্ব অতিক্রম করবে এই বন্দেভারত। আট কোচের এই বন্দেভারত তার যাত্রাপথে বেশ কয়েকটি স্টেশনে দাঁড়াবে। পটনা থেকে রওনা দিয়ে আসানসোল পৌঁছবে দুপুর ১২.১৫ মিনিট নাগাদ। থামবে ৩ মিনিট৷ তারপর দুপুর ১২.৩৯ নাগাদ দুর্গাপুর স্টেশনে পৌঁছবে বন্দেভারত। সেখানে দু’মিনিট স্টপেজ দিয়ে ট্রেনটি ফের রওনা দেবে হাওড়ার দিকে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুর-আসানসোল যেতে কত ভাড়া পড়বে পটনা-হাওড়া বন্দেভারতে? এক ঝলকে দেখে নিন গোটা ফেয়ার চার্ট
আবার হাওড়া থেকে বন্দেভারত এক্সপ্রেস পটনার দিকে রওনা দেবে বেলা ৩টে বেজে ৫০ মিনিটে৷ তারপরে রাত ১০টা নাগাদ পৌঁছে যাবে পাটনা। হাওড়া থেকে রওনা দেওয়া বন্দেভারত দুর্গাপুর পৌঁছবে বিকেল পাঁচটা বেজে ২৮ মিনিট। আসানসোলে পৌঁছবে বিকেল ৫টা ৫৩ মিনিটে। তাছাড়া ট্রেনটি উভয় দিকের যাত্রাপথে দাঁড়াবে জামতারা, জসিডি, লক্ষ্মীসরাই, মোকামা এবং পাটনা সাহিব স্টেশনে।
advertisement
advertisement
আরও পড়ুন: নীল-সাদা অতীত, এবার আসছে গেরুয়া বন্দেভারত! দেদার আরাম আর থাকছে একগুচ্ছ নতুন সুবিধা
বন্দেভারতের ভাড়া সম্পর্কেও পূর্ণাঙ্গ খবর পাওয়া গিয়েছে পূর্ব রেল সূত্রে। পূর্ব রেলের খবর অনুযায়ী, বন্দেভারত এক্সপ্রেসের চেয়ার কারে পটনা থেকে হাওড়া পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০৫ টাকা। অন্যদিকে, একই যাত্রাপথে এক্সিকিউটিভ চেয়ার কারে যাত্রীদের খরচ করতে হবে ২৭২৫ টাকা। অন্যান্য বন্দেভারতের মতোই এক্ষেত্রেও ভাড়ার সঙ্গে যাত্রীদের খাবার পরিবেশন করা হবে।
advertisement
তাছাড়াও, রেল সুত্রে খবর, নতুন বন্দেভারত এক্সপ্রেসে যাত্রীসুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে আরও বেশি নজর দেওয়া হয়েছে। নতুন বন্দেভারতে আরও আরামদায়ক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। বাড়ানো হয়েছে লেগ স্পেস। রোটেবল চেয়ারগুলি আরও বেশি ঘোরানো যাবে বলে রেল সূত্রে খবর। ট্রেনের বাথরুমের আলোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেখানে ব্যবহার করা হয়েছে আরও উজ্জ্বল আলো। এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে। তাছাড়াও আরও একাধিক নতুন ফিচারস দেওয়া হয়েছে নতুন বন্দেভারতে।
advertisement
Nayan Ghosh
Location :
West Bengal
First Published :
September 24, 2023 1:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Vande Bharat Express: ২৬ সেপ্টেম্বর থেকেই ট্র্যাকে নামছে হাওড়া-পটনা বন্দেভারত! আসানসোল থেকে দুর্গাপুর বঙ্গে কখন কোথায় থামবে, জেনে নিন সময়সূচি