West Bardhaman News- পুরনো রীতি ফিরিয়ে গরুর গাড়িতে বিয়ে করতে এলেন পাত্র 

Last Updated:

পাত্র বিয়ে করতে গিয়েছিলেন গরুর গাড়িতে চড়ে। সুন্দর ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছিল গরুর গাড়িটি

+
গরুর

গরুর গাড়ি চেপে শ্বশুর বাড়ির পথে অয়ন দাস।

#পশ্চিম বর্ধমান- বর এলো। সানাই বাজল। ছিল কনে পক্ষের উচ্ছাস। ডিজের গানের তালে মেতে উঠেছিল পাত্র পক্ষ। তবুও বিয়েবাড়ির চেনা ছবিটা একটি পদক্ষেপেই বদলে দিলেন বুদবুদের বাসিন্দা অয়ন দাস। সদ্য বিয়ে করেছেন পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানা অন্তর্গত এলাকার বাসিন্দা অয়ন। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি। ভাইরাল হওয়ার কারণ তার বিয়ে। তার বিয়ে করতে যাওয়ার ধরন তাকে ভাইরাল করেছে।
অয়ন বিয়ে করতে গিয়েছিলেন গরুর গাড়িতে চড়ে। গরুর গাড়ি চেপে বিয়ে করতে গিয়েছিলেন তিনি। সুন্দর ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছিল একটি গরুর গাড়ি। সেই গাড়িতে চেপেই বিয়ে করতে গিয়েছিলেন অয়ন দাস।গাড়িতে ছিল নিতবরও। শ্বশুর বাড়ির পথে গরুর গাড়ি নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দিতে রওনা দিয়েছিলেন তিনি। সেই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে অনেকের। ব্যাপক ভাইরাল হচ্ছে ভিডিও। যদিও নেটিজেনদের অনেকেই বলছেন, নিছকই ভাইরাল হওয়ার জন্য এমন পদক্ষেপ করেছেন ওই পাত্র। তবুও রঙ্গিন আলো আর ফুলে সাজিয়ে গরুর গাড়িতে চেপে বিয়ে করতে যাওয়াকে অনন্য এক মিশ্রণ বলে মনে করছেন অনেকে। আধুনিকতার সঙ্গে গ্রাম্য সংস্কৃতিকে মিলিয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস বলে দাবি করছেন বহু মানুষ।
advertisement
একটা সময় এই গরুর গাড়ি ছিল যাতায়াতের অন্যতম ভরসা। এখন আর গ্রামেও গরুর গাড়ির দেখা পাওয়া যায় না সেই অর্থে। চাষাবাদের কাজে গরুর গাড়ি ব্যবহারের সংখ্যা অনেকটাই কমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে গরুর গাড়িতে চেপে বিয়ে করতে যাওয়া রীতিমত নজর কেড়েছে সবার। স্বাভাবিকভাবেই এই ছবিতে মজে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ভিডিও নিয়ে নানারকম মতামত প্রকাশ করছেন নেটিজেনরা। পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের আত্মীয়দের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এই বিয়ের ছবি, ভিডিওর দেখা পাওয়া যাচ্ছে। বিয়ের জন্য এমন পদক্ষেপ নিতে পেরে খুশি পাত্র অয়ন দাস নিজেও।
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- পুরনো রীতি ফিরিয়ে গরুর গাড়িতে বিয়ে করতে এলেন পাত্র 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement