Flood Situation: আশঙ্কা সত্যি করে দামোদর উঠে এসেছে ঘরে! পুজোর আগে সব হারিয়ে বিপর্যস্ত সিলামপুর
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
দামোদর উঠে এসেছে ঘরে। জলের তলায় গোটা গ্রাম। পুজোর আগে সব হারিয়ে বিপর্যস্ত বহু পরিবার। কাঁকসার সিলামপুর, মাধবপুর সহ একাধিক গ্রাম জলমগ্ন।
পশ্চিম বর্ধমান: একনাগাড়ে বৃষ্টিপাত হতে দেখে আশঙ্কার কালো মেঘ জমছিল। অবশেষে সেই আশঙ্কা সত্যি করে দামোদর উঠে এসেছে ঘরে। জলের তলায় গোটা গ্রাম। পুজোর আগে সব হারিয়ে বিপর্যস্ত বহু পরিবার। একদিকে টানা বৃষ্টি, তার উপর জলাধারগুলি থেকে হু হু করে জল ছেড়েছে ডিভিসি। যার ফলে দু’কূল ছাপিয়ে দামোদর ডুবিয়েছে একাধিক গ্রাম।
দামোদরের এই রুদ্ররূপে কাঁকসার সিলামপুর, মাধবপুর সহ একাধিক গ্রাম জলমগ্ন। জলের তলায় চলে গিয়েছে ঘরবাড়ি। বহু কৃষি জমি জলের তলায় রয়েছে এখনও পর্যন্ত। যা দেখে বুক চাপা কষ্ট আর ধরে রাখতে পারছেন না গ্রামের মানুষজন। একই সঙ্গে চলছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুতের তার ছিড়ে গেলে বড়সড়ো বিপদ হতে পারে, সেই আশঙ্কাও থাকছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন প্রশাসনের করে দেওয়া ক্যাম্পে।
advertisement
advertisement
অন্যদিকে প্রশাসনের তরফ থেকেও সবরকম সতর্কতামূলক ব্যবস্থা ওই এলাকারগুলির জন্য নেওয়া হয়েছে। এনডিআরএফের ৮ সদস্য টিম ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর করেছে। পুরো এলাকা খতিয়ে দেখেছে। পাশাপাশি প্রশাসন এবং স্থানীয়দের উদ্যোগে মাইকিং করে সকলকে সচেতন করা হচ্ছে। বন্যাতে কৃষি জমিগুলির যেভাবে ক্ষতি হয়েছে, তা দেখে চিন্তা বাড়ছে সবার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2024 2:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Flood Situation: আশঙ্কা সত্যি করে দামোদর উঠে এসেছে ঘরে! পুজোর আগে সব হারিয়ে বিপর্যস্ত সিলামপুর