West Bardhaman News: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ! এবার রানিগঞ্জের এই বহু পুরনো সমস্যা মিটতে চলেছে

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রানিগঞ্জের যানজটের সমস্যা দূর করতে শুরু হল পার্কিং প্লেস তৈরির কাজ

+
title=

পশ্চিম বর্ধমান: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানোর পর এই বিষয়ে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিলেন তিনি। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘদিনের এই সমস্যা মিটতে চলেছে রানিগঞ্জবাসীর। যানজটে নাকাল রানিগঞ্জে এবার মিটতে চলেছে পার্কিংয়ের সমস্যা।
পার্কিং সমস্যা দূর করতে রানিগঞ্জে শুরু হয়েছে একটি পার্কিং প্লেস তৈরির কাজ। পিডব্লিউডির ফাঁকা পড়ে থাকা জমিতে তৈরি করা হচ্ছে নতুন পার্কিং। এতদিন যানজটের জন্য অনেকেই রানিগঞ্জ বাজার এড়িয়ে যাচ্ছিলেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। সেই আবেদনের ভিত্তিতেই মিটতে চলেছে পার্কিং সমস্যা।
advertisement
advertisement
উল্লেখ্য, ২০২২ সালে মুখ্যমন্ত্রী যখন জেলায় প্রশাসনিক বৈঠক করেছিলেন, তখন তাঁর কাছে একটি পার্কিং প্লেস তৈরির আবেদন জানিয়েছিলেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অনিল ভালোটিয়া। তিনি বলেছিলেন, যদি রানিগঞ্জ বাজারে একটি পার্কিং তৈরি করে দেওয়া যায় তাহলে তা শহরবাসীর জন্য যথেষ্ট সুবিধাজনক হবে।
সেই বৈঠকেই তিনি মুখ্যমন্ত্রীকে পিডব্লিউডির ফাঁকা পড়ে থাকা জমির কথাও বলেছিলে। তখন বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, জমি দেওয়া হবে। কিন্তু সেই পার্কিং মেনটেনেন্স করতে হবে চেম্বার অফ কমার্সকে। যাতে সম্মতি জানিয়েছিল চেম্বার অফ কমার্স। অবশেষে পুজোর আগে শুরু হল নতুন পার্কিং তৈরির কাজ।
advertisement
রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট অনিল ভালোটিয়া বলেছেন, বাজার এলাকায় পার্কিংয়ের সমস্যা আছে। মুখ্যমন্ত্রী নির্দেশে পিডব্লুডি’র ফাঁকা জায়গায় পার্কিং প্লেস তৈরির কাজ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ! এবার রানিগঞ্জের এই বহু পুরনো সমস্যা মিটতে চলেছে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement