West Bardhaman News: রাস্তা দিয়ে হাঁটার সময় মাটিতে আপনার পায়ের যে চাপ পড়ে, তা থেকেই এবার জ্বলবে স্ট্রিট লাইট!

Last Updated:

প্রত্যেকটি ফিজিও প্লেটের জন্য খরচ হয়েছে ১০ টাকা। এই ফিজিও প্লেটের উপর চাপ পড়লে এসি কারেন্ট তৈরি হবে। যা সাধারনত বাড়ির লাইট, ফ্যান চালানোর কাজে ব্যবহার হয়। পাশাপাশি চারটি ডায়োড এবং একটি একটি রেকটিফায়ারের মাধ্যমে রিচার্জেবল ব্যাটারিতে অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যাটারি থেকে প্রয়োজনমত বিদ্যুৎ নিয়ে ব্যবহার করা যাবে।

+
title=

পশ্চিম বর্ধমান: রাস্তা দিয়ে হাঁটার সময় মাটিতে পায়ের চাপ পড়ে। এই 'চাপ' থেকেই এবার উৎপন্ন হবে বিদ্যুৎ! আর তাতেই জ্বলে উঠবে রাস্তার আলো। এতে চিরাচরিত বিদ্যুতের বিপুল সাশ্রয় হবে। এমনই একটি অতি কার্যকরী মডেল তৈরি করল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের চার পড়ুয়া।
পশ্চিম বর্ধমানের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পড়ুয়া নীলাঞ্জন দত্ত, শুভঙ্কর রায়, স্বস্তিকা দাস এবং স্নিগ্ধা মাঝি এই অভিনব স্ট্রিট লাইটের মডেল তৈরি করে সাড়া ফেলে দিয়েছে। মডেলটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ১৫ টি ফিজিও প্লেট। এই মডেলে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও আছে।
advertisement
advertisement
স্ট্রিট লাইটের এই মডেলটি তৈরি করতে খরচও অত্যন্ত কম। প্রত্যেকটি ফিজিও প্লেটের জন্য খরচ হয়েছে ১০ টাকা। এই ফিজিও প্লেটের উপর চাপ পড়লে এসি কারেন্ট তৈরি হবে। যা সাধারনত বাড়ির লাইট, ফ্যান চালানোর কাজে ব্যবহার হয়। পাশাপাশি চারটি ডায়োড এবং একটি একটি রেকটিফায়ারের মাধ্যমে রিচার্জেবল ব্যাটারিতে অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যাটারি থেকে প্রয়োজনমত বিদ্যুৎ নিয়ে ব্যবহার করা যাবে।
advertisement
ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের চার পড়ুয়ার এই আবিষ্কার আগামী দিনে স্ট্রীট লাইট ব্যবস্থার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত। কারণ রাস্তা দিয়ে সর্বক্ষণ মানুষ ও যানবাহনের চলাচল লেগেই থাকে। ফলে সেই চাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং সেই বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করা যাবে। পরে তা ট্রিট লাইট জ্বালানোর কাজে ব্যবহার হবে। এতে বিদ্যুৎ খরচ যেমন কমবে তেমনই জীবাশ্ম জ্বালানির ব্যবহার অনেকটাই কমে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: রাস্তা দিয়ে হাঁটার সময় মাটিতে আপনার পায়ের যে চাপ পড়ে, তা থেকেই এবার জ্বলবে স্ট্রিট লাইট!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement