Durgapur News: পচা গলা মৃতদেহের দুর্গন্ধে অতিষ্ঠ, কেসটা ঠিক কী, অসুস্থ ছেলের হাতেই কি মা খুন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Durgapur News : মায়ের পচাগলা দেহ আগলে বসে রইল ছেলে, দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী
পশ্চিম বর্ধমান : বীভৎস কাণ্ডের সাক্ষী থাকল দুর্গাপুর। মায়ের পচা গলা দেহ আগলে বসে থাকল ছেলে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠলেন স্থানীয়রা। শেষমেষ দুর্গন্ধে টিকতে না পেরে পুলিশের কাছে দেওয়া হয় খবর। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে পচাগলা দেহটি উদ্ধার করেছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে মৃত মহিলার অসুস্থ ছেলেকেও। দুর্গাপুর ইস্পাত নগরীর হোস্টেল অ্যাভিনিউ এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম অন্ন চক্রবর্তী। বয়স আনুমানিক ৬১ বছর। ছেলের সঙ্গে ইস্পাত নগরীর বাড়িতেই তিনি। হঠাৎ করেই তাদের কোনও খোঁজ খবর পাচ্ছিলেন না আত্মীয়রা। ফোন করলেও কেউ ফোন তুলছিলেন না। এর মধ্যেই ওই বাড়ি থেকে ব্যাপক দুর্গন্ধ ছড়াতে শুরু করে। আস্তে আস্তে বাড়তে থাকে দুর্গন্ধের দাপট এরপর স্থানীয়রা খবর দেন পুলিশের কাছে। পুলিশ এসে প্রথমে এই বীভৎস ঘটনা দেখতে পায়।
advertisement
আরও দেখুন
advertisement
যদিও কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে বা কেন তার ছেলে মৃতদেহ আগলে বসেছিলেন, সে বিষয়ে এখনও কোনও সদুত্তর পায়নি পুলিশ। তবে মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে মৃতের ছেলেকে উদ্ধার করে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে স্থানীয়রা অনেকেই সন্দেহ করেছেন, অসুস্থ ছেলে তার মাকে খুন করেছেন। তারপর সেই দেহ আসলেই বসে ছিলেন তিনি। মৃতদেহ আগলে ছেলের বসে থাকার ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে শহরে ঘটনার কথা জানাজানি হতেই নানা রকম গুঞ্জন শুরু করেছেন মানুষ।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 8:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: পচা গলা মৃতদেহের দুর্গন্ধে অতিষ্ঠ, কেসটা ঠিক কী, অসুস্থ ছেলের হাতেই কি মা খুন