Durga Pujo 2022 : সাধ্যের মধ্যে স্বাদের সম্ভার! পুজোয় জমিয়ে হোক পেটপুজো
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Durgapur Restaurant : প্রথমেই থাকছে বাচ্চা স্পেশাল থালি। যার মূল্য ৪৯৯ টাকা। থাকছে ভেজ স্পেশাল থালি। যার মূল্য ৫৯৯ টাকা। থাকছে ননভেজ স্পেশাল থালি। যার মূল্য ৬৯৯ টাকা। আর আকর্ষণের কেন্দ্রবিন্দু মহা ভোজ থালির মূল্য ৭৯৯ টাকা।
নয়ন ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুজোয় বিশেষ আয়োজন পেটপুজোর । নানা স্বাদের নানা পদের সম্ভার সাজিয়ে পুজোয় দুর্গাপুরে হাজির হচ্ছে একাধিক থালি। দুর্গাপুরে পেটপুজোর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে মহাভোজ থালি। যেখানে ইলিশ, চিংড়ি, রাজবাড়ির কষা মাংস, আবার শুক্তো - সবকিছুই থাকছে। দামও সাধ্যের মধ্যে। তাছাড়াও আমিষ, নিরামিষের জন্য দুটি বিশেষ থালির ব্যবস্থা রাখা হয়েছে।
পুজোয় বাড়ির ছোট সদস্যদের খাওয়াতে নিয়ে গেলেও চিন্তার কারণ নেই। কারণ ইটালিয়ান, চাইনিজ - বিভিন্ন ডিশ সাজিয়ে ব্যবস্থা করা হয়েছে ছোটদের স্পেশাল থালির। সপ্তমী থেকে দশমী, পুজোর চার দিনই এই থালির স্বাদ গ্রহণ করতে পারবেন শহরের মানুষ তাছাড়াও যে কেউ এসে এই থালিগুলির স্বাদ উপভোগ করতে পারবেন। সামান্য মূল্যের বিনিময়ে দুর্গাপুরের একটি হোটেল কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছে। পুজোয় পেট পুজোর জন্য খাওয়া-দাওয়ার পাশাপাশি দুবেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা।
advertisement
আরও পড়ুন : এই অটোয় যাত্রীদের জন্য সাজানো থাকে বিনামূল্যে চকোলেট, জল! তবে রয়েছে শর্ত
পুজো উপলক্ষে মোট চারটি স্পেশাল থালির ব্যবস্থা করেছে এই হোটেল কর্তৃপক্ষ। সেখানে প্রথমেই থাকছে ছোটদের স্পেশাল থালি। যার মূল্য ৪৯৯ টাকা। থাকছে ভেজ স্পেশাল থালি। যার মূল্য ৫৯৯ টাকা। থাকছে ননভেজ স্পেশাল থালি। যার মূল্য ৬৯৯ টাকা। আর আকর্ষণের কেন্দ্রবিন্দু মহা ভোজ থালির মূল্য ৭৯৯ টাকা। আমিষ ও নিরামিষ, দুই রকমের পদই থাকবে সেখানে। তাছাড়াও রাখা হয়েছে বাফে। যেখানে ডেজার্ট এর অফুরন্ত সম্ভার রয়েছে। থাকছে বাংলার মিষ্টির এক বিশাল সম্ভার। থাকছে নানান সাধের চাটনি।
advertisement
advertisement
আরও পড়ুন : বাঙালির সেন্টিমেন্ট জড়িয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া, তাঁরই স্মৃতি আগলে ভগ্নপ্রায় দত্তপুকুরের বাগানবাড়ি
স্টার্টার এর ক্ষেত্রে একাধিক পদ রাখা হয়েছে। লাঞ্চ এবং ডিনার, দুবেলা এই থালি পাওয়া যাবে। দুবেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। রাখা হবে লোকগীতি, রবীন্দ্র সঙ্গীত-সহ একাধিক অনুষ্ঠানের ব্যবস্থা। তাই দুর্গা পুজোয় পকেটের চাপ কম রেখে, জমিয়ে পেট পুজো করতে চাইলে আপনাদের গন্তব্য হতে পারে দুর্গাপুরের সিটি সেন্টারের এই হোটেল। যেখানে অল্প মূল্যের বিনিময়ে পেয়ে যাবেন স্পেশাল থালি।
Location :
First Published :
September 24, 2022 3:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durga Pujo 2022 : সাধ্যের মধ্যে স্বাদের সম্ভার! পুজোয় জমিয়ে হোক পেটপুজো