Bangla News: সুখবর! ১ জুলাই থেকে সপ্তাহের 'এই' ৩ দিন উড়বে অণ্ডাল-জয়পুর উড়ান! জানুন বিস্তারিত সময়সূচি

Last Updated:

Bangla News: অন্ডাল থেকে একটি যাত্রীবাহী বিমান ০১ জুলাই থেকে নিয়মিত ভাবে রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে রওনা দেবে।

Durgapur News, Bangla News, Andal airport,
Durgapur News, Bangla News, Andal airport,
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : কয়েক মাস আগেই ঘোষণা করা হয়েছিল। বলে হয়েছিল, অণ্ডাল এয়ারপোর্ট থেকে রাজস্থানের জয়পুর পর্যন্ত শুরু হবে বিমান পরিষেবা। যদিও তাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে অপেক্ষার বেশি দেরি নেই আর। আগামী পয়লা জুলাই থেকে দুর্গাপুর থেকে উড়ান শুরু হবে রাজস্থানের জন্য। অণ্ডাল থেকে একটি যাত্রীবাহী বিমান ০১ জুলাই থেকে নিয়মিত ভাবে রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে রওনা দেবে। মাঝে রয়েছে কিছুক্ষণের বিরতি। পটনায় কিছুক্ষণ বিরতি নেবে বিমানটি।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া গিয়েছে, শুরুর দিকে প্রাথমিকভাবে তিন দিন নতুন রুটে চালানো হবে বিমান। উড়ান সংস্থা ইন্ডিগোর তরফ থেকে নতুন রুটে বিমান চালানো হবে। বিমানটি রাজস্থানের জয়পুর থেকে অণ্ডালের উদ্দেশ্যে পূরণ শুরু করবে।
advertisement
advertisement
পথে পটনায় থামবে বিমানটি। সেখানে আধঘণ্টার বিরতির পরে আবার আসবে অণ্ডাল। একইভাবে কাজী নজরুল বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা শুরু করে প্রথমে থামবে পটনায়। তারপর সেই বিমানটি আবার পৌঁছে যাবে জয়পুর। বিমানটির জয়পুর থেকে অণ্ডাল পৌঁছতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। যদিও পটনায় থাকবে আধঘণ্টা বিরতি। অন্যদিকে দুর্গাপুর থেকে জয়পুর ফেরার পথে বিমানটির সময় লাগবে ৩ ঘণ্টা ৫০ মিনিট যার মধ্যে পটনায় থাকবে আধ ঘণ্টার বিরতি।
advertisement
বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটি যাত্রা শুরু করবে জয়পুর থেকে। ওইদিন বেলা ১২টা নাগাদ বিমানটি জয়পুর থেকে উড়ান শুরু করবে। পটনা পৌঁছবে ১ টা ৪০ মিনিটে। তারপর পটনায় ৩০ মিনিটের বিরতি নিয়ে বিমানটি সেখানে উড়বে ২ টা ১৫ মিনিটে।
advertisement
অণ্ডালের কাজী নজরুল বিমানবন্দরে পৌঁছবে ৩ টে ৩০ মিনিট নাগাদ। আবার অণ্ডাল থেকে পটনার দিকে বিমানটি যাত্রা শুরু করবে বিকেল চারটের সময়। পটনা পৌঁছবে ৫ টা ২৫ মিনিটে। পটনা থেকে বিমানটি আবার জয়পুরের দিকে উড়ে যাবে ৫ টা ৫৫ মিনিট নাগাদ। সূচী অনুযায়ী বিমানটির সন্ধে ৭ টা বেজে ৫০ মিনিটে জয়পুর পৌঁছে যাওয়ার কথা।
advertisement
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রাথমিকভাবে বিমানটি তিন দিন এই রুটে চালানো হবে। মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার অন্ডাল – জয়পুরের মধ্যে পরিষেবা দেবে ইন্ডিগোর বিমানটি। পরবর্তী ক্ষেত্রে যাত্রীদের সংখ্যা বাড়লে, যাত্রীদের থেকে ভাল সাড়া পাওয়া গেলে, সপ্তাহের প্রতিদিনই উড়ান শুরু করার কথা।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bangla News: সুখবর! ১ জুলাই থেকে সপ্তাহের 'এই' ৩ দিন উড়বে অণ্ডাল-জয়পুর উড়ান! জানুন বিস্তারিত সময়সূচি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement