Durgapur News : মলমাসের জন্য বেড়েছে পুজোর অপেক্ষা! অন্য পরিকল্পনা মৃৎশিল্পীদের
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
যদি তৈরি করা দুর্গা প্রতিমা অবিক্রীত থেকে যায়, তাহলে তার লোকসান বহন করতে হবে কারিগরদের। তাছাড়াও কারিগরদের ওয়ার্কশপে সীমিত জায়গা থাকে।
পশ্চিম বর্ধমান : পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তবে পঞ্জিকা মতে পুজো পিছিয়েছে অনেকটা। মল মাস থাকায় আশ্বিনের বদলে কার্তিক মাসে হবে দুর্গাপুজো। তাই দুর্গা মূর্তি তৈরিতে নিয়ম পরিবর্তন করেছেন কারিগররা। চলতি বছরে কার্তিক মাসে অনেকগুলি পুজো হবে। ফলে এক মাসের মধ্যে সমস্ত পুজোর প্রতিমার সরবরাহ সামাল দিতে হবে কারিগরদের হিমশিম খেতে হবে। তাই কারিগররা খুঁজে নিয়েছেন বিকল্প রাস্তা।
কারিগররা দুর্গা পুজো পিছিয়ে যাওয়ার জন্য আগে থেকে অন্য প্রতিমা তৈরি করে রাখছেন। তৈরি করে রাখছেন লক্ষ্মী প্রতিমা, কার্তিক মূর্তি এবং কালী প্রতিমা। তাছাড়াও কারিগররা বিশ্বকর্মা মূর্তি বানানোর কাজেও হাত লাগিয়েছেন। ছোট মূর্তি গুলি বানানো হয়ে গেলে, তারপর তারা দুর্গা প্রতিমা তৈরীর কাজে হাত লাগাবেন। যদিও তারা দুর্গা মূর্তি তৈরির জন্য খড়, মাটি ইত্যাদি তৈরি রাখছেন। ছোট ছোট প্রতিমাগুলি, অর্থাৎ লক্ষ্মী, কার্তিক, কালী প্রতিমাগুলি তৈরির কাজ কিছুটা এগিয়ে গেলেই তারা দুর্গা প্রতিমা তৈরির কাজে হাত লাগাবেন।
advertisement
এ বিষয়ে কারিগররা বলছেন, দুর্গা প্রতিমা তৈরি করতে সময় অনেক বেশি লাগে। অনেকগুলি মূর্তি একসঙ্গে তৈরি করতে হয়। এই মূর্তি তৈরি করতে খরচও অনেক বেশি হয়। ফলে তারা পুজোর অর্ডার পাওয়ার জন্য কিছুটা অপেক্ষা করছেন। কারণ, যদি তৈরি করা দুর্গা প্রতিমা অবিক্রিত থেকে যায়, তাহলে তার লোকসান বহন করতে হবে কারিগরদের।
advertisement
advertisement
তাছাড়াও কারিগরদের ওয়ার্কশপে সীমিত জায়গা থাকে। ফলে বিশাল দুর্গা প্রতিমা রেখে দিতে হলেও সমস্যায় পড়তে হবে তাদের। তাই তারা ছোট ছোট প্রতিমা গুলি আগে তৈরি করে রাখছেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দুর্গা প্রতিমা তৈরীর কাজে হাত লাগাবেন তারা।
advertisement
এদিন শহরের একটি প্রতিমা তৈরীর কারখানায় গিয়ে দেখা গিয়েছে, এক কারিগর লক্ষ্মী, বিশ্বকর্মা, কার্তিক-সহ একাধিক মূর্তি তৈরি করে রেখেছেন। সেই সমস্ত ছোট ছোট মূর্তি গুলি তিনি ঘরের বাঙ্কারে পর্যন্ত তুলে রেখেছেন। তৈরি করা প্রতিমা গুলি তারা রেখেছেন বসবাস করা ঘরের বিভিন্ন জায়গায়। তারা বলছেন, এখনও পর্যন্ত খুব বিশেষ বর্ষা নামেনি। তাই এই প্রতিমাগুলি আগের থেকে তৈরি থাকলে, কাজে অনেক সুবিধা হবে।
advertisement
একটি কারখানায় গিয়ে দেখা গিয়েছে, স্বামী -স্ত্রী দুজনে মিলে প্রতিমা তৈরীর কাজে হাত লাগিয়েছেন। দুর্গা প্রতিমা তৈরীর আগে যত তাড়াতাড়ি সম্ভব ছোট প্রতিমা গুলি তৈরি করে রাখতে চাইছেন তারা। কারিগররা বলছেন, একবার দুর্গা প্রতিমা তৈরির কাজে হাত লাগালে, তখন আর সময় থাকবে না। ফলে পঞ্জিকা অনুযায়ী মলমাস যেমন দুর্গা পুজোর জন্য বাঙালির অপেক্ষা বাড়িয়েছে, তেমনই এই মল মাস সমস্যায় ফেলেছে প্রতিমা তৈরীর কারিগরদেরও।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 19, 2023 1:52 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News : মলমাসের জন্য বেড়েছে পুজোর অপেক্ষা! অন্য পরিকল্পনা মৃৎশিল্পীদের






