Durga Puja 2023: কাঠামো পুজো দিয়ে শুরু প্রস্তুতি! ৫ দশকের বেশি সময় ধরে চলছে এই দুর্গাপুজো
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
Last Updated:
Durga Puja 2023: করোনাকালে এই পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন এলাকার মহিলারা উদ্যোগ নিয়েছিলেন পুজোর জন্য। এলাকার মহিলারাই সে বছর উদ্যোগ নিয়ে পুজো শুরু করেন।
পশ্চিম বর্ধমান: পুজোর কাউন্টডাউন শুরু। শুরু প্রস্তুতিও। বিভিন্ন পুজো উদ্যোক্তারা খুঁটি পুজোর শুরু করে দিয়েছেন। তবে আধুনিকতার খুঁটি পুজো নয়, কাঠামো পুজো দিয়ে শুরু হল কাঁকসা ডাকবাংলো মোড়ের মনোজ পল্লীর দুর্গা পুজোর প্রস্তুতি। মহিলা পরিচালিত এই দুর্গাপুজো বিগত কয়েক বছর ধরে এলাকাবাসীর নজর কাড়ছে। তাই মাস তিনেক বাকি থাকতে শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি।
উল্লেখ্য, কাঁকসা ডাকবাংলা মোড়ের এই দুর্গাপুজো পা দিল ৫৪ তম বর্ষে। যদিও করোনাকালে এই পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন এলাকার মহিলারা উদ্যোগ নিয়েছিলেন পুজোর জন্য। এলাকার মহিলারাই সে বছর উদ্যোগ নিয়ে পুজো শুরু করেন। তবে যেহেতু করোনাকালে একাধিক বিধি-নিষেধ ছিল, তাই বিশেষ জাঁকজমক হয়নি। কিন্তু পুজো বন্ধ হতে দেননি এলাকার মহিলারা। তারাই সমস্ত রকম আয়োজন করেছিলেন। বিগত চার বছর ধরে মহিলা কমিটির হাতেই রয়েছে কাঁকসার অন্যতম বড় এই দুর্গাপুজোর দায়িত্ব।
advertisement
advertisement
মনোজ পল্লী দুর্গা পুজো কমিটির সভাপতি মৌসুমী ভট্টাচার্য বলেছেন, “এখানে খুঁটি পুজোর প্রচলন নেই। তাই কাঠামো পুজোর মধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হল। ঐতিহ্য মেনেই এখানে দুর্গাপুজো হবে। চার দিন ধরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকবে। একই সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।” কোনও তারকা মুখ দিয়ে পুজোর উদ্বোধন করানোর ইচ্ছা রয়েছে তাঁদের। কিন্তু দর্শকদের চমক দিতে চান মহিলা উদ্যোক্তারা।
advertisement
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 12:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durga Puja 2023: কাঠামো পুজো দিয়ে শুরু প্রস্তুতি! ৫ দশকের বেশি সময় ধরে চলছে এই দুর্গাপুজো