Solar Eclipse Mahalaya: দেখা না গেলেও গ্রহণে মানতে হবে কী কী নিয়ম, দেখে নিলে লাভ আপনারাই
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Solar Eclipse Mahalaya: গ্রহণ দেখা না গেলেও রাশি চক্রে প্রভাব ফেলে। গ্রহণের কুপ্রভাব যাতে জীবনে এসে না পড়ে, তাই কিছু নিয়ম সকলের মেনে চলা উচিত।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দেবীপক্ষ শুরু হওয়ার আগে হাতে আর মাত্র দু’দিন। তর্পণের মাধ্যমে শেষ হবে পিতৃ পক্ষ। আবার এ বছর মহালয়ার দিনে পড়েছে সূর্যগ্রহণ। জ্যোতিষ শাস্ত্র বলছে, প্রায় ১৭৮ বছর পর এই গ্রহণে রাশিচক্রে এমন কিছু সংযোগ তৈরি হচ্ছে, যা অত্যন্ত বিরল।
আবার জ্যোতিষশাস্ত্র মতে, সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষ বিচারে সূর্য গ্রহণের সময় রাহুর কুপ্রভাব বেড়ে যায়। যদিও এই সূর্য গ্রহণ কিছু রাশির জন্য শুভ ফলদায়ী হবে। আবার কিছু রাশিকে সাবধান থাকতে হবে। তবে এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। কিন্তু জ্যোতিষ বিশেষজ্ঞ ধীমান বন্দ্যোপাধ্যায় এই সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন।
advertisement
advertisement
ধীমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাধারণত গ্রহণ দৃশ্যমান না হলে, আমরা বিশেষ নিয়ম পালন করি না। গ্রহণের সময় বিশেষ নিয়ম পালনের কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে। সে দিক থেকে গ্রহণ দৃশ্যমান না হলে কিছু নিয়ম না মানলেও চলে। আবার অন্য দিকে গ্রহণ দেখা না গেলেও রাশি চক্রে প্রভাব ফেলে। গ্রহণের কুপ্রভাব যাতে জীবনে এসে না পড়ে, তাই কিছু নিয়ম সকলের মেনে চলা উচিত।
advertisement
আরও পড়ুন – Mamata Banerjee: বিরাট ঘোষণা! কালিম্পংয়ের দুর্যোগে মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা সাহায্য রাজ্যের
জ্যোতিষ বিশেষজ্ঞ ধীমানবাবু জানিয়েছেন, কিছু নিয়ম মেনে চললে জীবনে গ্রহণের খারাপ প্রভাব আসবে না। তিনি বলেছেন, গ্রহণ চলাকালীন পুজো করা উচিত নয়। তাতে পুজোর ফল পাওয়া যায় না। গ্রহণ চলাকালীন রান্না করাও উচিত নয়। সেই রান্না অশুদ্ধ হয়ে যায়। গ্রহণের সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। এই সময় নতুন কোনও কাজে হাত দেওয়া ভাল হবে না। এই নিয়মগুলি গ্রহণ দৃশ্যমান না হলেও মেনে চলা বাঞ্ছনীয়।
advertisement
ধীমানবাবু আরও জানিয়েছেন, মহালয়ার দিনে সূর্যগ্রহণে বেশ কিছু কাজ করলে ভাল ফল পাওয়া যাবে। এদিন যদি ব্রাহ্মণ ভোজন করানো যায়, তাহলে অতি উত্তম ফল পাওয়া যাবে। কারণ পূর্বপুরুষের তর্পণ শেষে ব্রাহ্মণ ভোজন করানোর নিয়ম রয়েছে। পাশাপাশি রয়েছে সূর্যগ্রহণ। তাই এ দিন ব্রাহ্মণ ভোজন অতিউত্তম কাজ। তাছাড়াও গ্রহণ চলাকালীন ইষ্টনাম জপ করতে বলেছেন তিনি। যেহেতু মহালয়ার দিনে সূর্যগ্রহণ রয়েছে, তাই তর্পনের পাশাপাশি সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 9:47 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Solar Eclipse Mahalaya: দেখা না গেলেও গ্রহণে মানতে হবে কী কী নিয়ম, দেখে নিলে লাভ আপনারাই