Mamata Banerjee: বিরাট ঘোষণা! কালিম্পংয়ের দুর্যোগে মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা সাহায্য রাজ্যের

Last Updated:

Mamata Banerjee: এ দিন জেলা ভিত্তিক অসংখ্য পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, তাঁর পায়ে চোট রয়েছে৷

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: পুজোর মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি ঘোষণা করে জানিয়ে দিলেন, উত্তরবঙ্গের কালিম্পং জেলায় দুর্যোগে মৃতদের পরিবারকে আর্থিক তিন লক্ষ টাকা সাহায্য করবে রাজ্য সরকার৷ এ দিন ছিল মন্ত্রিসভার বৈঠক৷ সেই বৈঠক শেষে পুজো উদ্বোধনের ফাঁকে এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷
এ দিন জেলা ভিত্তিক অসংখ্য পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, তাঁর পায়ে চোট রয়েছে৷ এখন ডাক্তার তাঁকে বেশি হাঁটাহাঁটি করতে নিষেধ করেছে, সেই কারণেই তিনি এ বার ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেন৷ সেখানেই কালিম্পং জেলার নাম আসে যখন, তখন মমতা উল্লেখ করে বলেন, ‘আমি শুনেছি, কালিম্পংয়ে এ বার পুজোর আয়োজন তেমন করে না করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা৷ আমরা সিকিমে বাঁধ ভাঙায় কালিম্পংয়ে হওয়া দুর্যোগে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷ আমি ঘোষণা করছি, মৃতের পরিবারবর্গকে রাজ্য সরকারের তরফ থেকে মোট তিন লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে৷’
advertisement
advertisement
মমতা এদিনও উত্তরের দুর্যোগ নিয়ে বিস্তারিত বলেন৷ তিনি বলেন, কী ভাবে সিকিমের বাঁধ ভেঙে যাওয়ার ফলে উত্তরবঙ্গের একাধিক ক্ষতি হয়েছে৷ সীমান্ত লাগোয়া গ্রাম প্রায় ভেসে গিয়েছে, তিনি একথাও বলেন৷ পাশাপাশি, সেনা ছাউনি ভেসে যাওয়ার বেশ কিছু অস্ত্র, বোমা, গুলিও জলে ভেসে গিয়েছে৷ সেগুলিতে যাতে কেউ হাত না দেন, যাতে সেদিকেও খেয়াল রাখতে বলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এগুলি রাজ্য সরকারের পুলিশ উদ্ধার করে সেনার হাতে পাঠিয়ে দেবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বিরাট ঘোষণা! কালিম্পংয়ের দুর্যোগে মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা সাহায্য রাজ্যের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement