Mamata Banerjee: বিরাট ঘোষণা! কালিম্পংয়ের দুর্যোগে মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা সাহায্য রাজ্যের
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: এ দিন জেলা ভিত্তিক অসংখ্য পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, তাঁর পায়ে চোট রয়েছে৷
কলকাতা: পুজোর মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি ঘোষণা করে জানিয়ে দিলেন, উত্তরবঙ্গের কালিম্পং জেলায় দুর্যোগে মৃতদের পরিবারকে আর্থিক তিন লক্ষ টাকা সাহায্য করবে রাজ্য সরকার৷ এ দিন ছিল মন্ত্রিসভার বৈঠক৷ সেই বৈঠক শেষে পুজো উদ্বোধনের ফাঁকে এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷
এ দিন জেলা ভিত্তিক অসংখ্য পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, তাঁর পায়ে চোট রয়েছে৷ এখন ডাক্তার তাঁকে বেশি হাঁটাহাঁটি করতে নিষেধ করেছে, সেই কারণেই তিনি এ বার ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেন৷ সেখানেই কালিম্পং জেলার নাম আসে যখন, তখন মমতা উল্লেখ করে বলেন, ‘আমি শুনেছি, কালিম্পংয়ে এ বার পুজোর আয়োজন তেমন করে না করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা৷ আমরা সিকিমে বাঁধ ভাঙায় কালিম্পংয়ে হওয়া দুর্যোগে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷ আমি ঘোষণা করছি, মৃতের পরিবারবর্গকে রাজ্য সরকারের তরফ থেকে মোট তিন লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে৷’
advertisement
advertisement
মমতা এদিনও উত্তরের দুর্যোগ নিয়ে বিস্তারিত বলেন৷ তিনি বলেন, কী ভাবে সিকিমের বাঁধ ভেঙে যাওয়ার ফলে উত্তরবঙ্গের একাধিক ক্ষতি হয়েছে৷ সীমান্ত লাগোয়া গ্রাম প্রায় ভেসে গিয়েছে, তিনি একথাও বলেন৷ পাশাপাশি, সেনা ছাউনি ভেসে যাওয়ার বেশ কিছু অস্ত্র, বোমা, গুলিও জলে ভেসে গিয়েছে৷ সেগুলিতে যাতে কেউ হাত না দেন, যাতে সেদিকেও খেয়াল রাখতে বলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এগুলি রাজ্য সরকারের পুলিশ উদ্ধার করে সেনার হাতে পাঠিয়ে দেবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 7:24 PM IST