West Burdwan News : বাংলার এই চার্চের সঙ্গে যোগ ছিল রোমের ভ্যাটিকান সিটির, জেনে নিন বহু পুরনো ইতিহাস

Last Updated:

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ছেড়ে চলে যেতে শুরু করে, তখন এই চার্চটি হস্তান্তর করা হয় চার্চ অফ নর্থ ইন্ডিয়াকে।

+
title=

#আসানসোল: পশ্চিম বর্ধমান : রাত পোহালেই বড়দিন। গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে ক্রিসমাস পালনে সেজে উঠেছে গোটা বাংলা। সর্বধর্ম সমন্বয়ের মিলনক্ষেত্র বাংলায় দুর্গাপুজো যেমন জাঁকজমক সহকারে পালন করা হয়, যেমন ভাবে পালন করা হয় ঈদ, তেমনভাবেই বড়দিনেও রীতিমতো ফেস্টিভ মুড়ে থাকে গোটা বাংলা।
এই তালিকায় বাদ নেই শহর আসানসোল। আসানসোলে রয়েছে বহু পুরনো একটি চার্চ। শহরের গির্জা মোড় সংলগ্ন সেন্ট পল চার্চ। যেখানে খ্রীষ্ট ধর্মাবলম্বীরা আসেন নিজেদের প্রার্থনার জন্য। পাশাপাশি বড়দিনের সময় বহু মানুষজন ভিড় করেন সেখানে। এই চার্চের ফাদার জানিয়েছেন, ইতিহাস ঘাটাঘাটি করলে জানা যায় এই চার্চের সঙ্গে যোগ ছিল রোমের ভ্যাটিকান সিটির। একসময় এই চার্চটি চার্চ অফ ইংল্যান্ড নামেও পরিচিত ছিল।
advertisement
advertisement
এই চার্চ সম্পর্কে জানা গিয়েছে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ছেড়ে চলে যেতে শুরু করে, তখন এই চার্চটিহস্তান্তর করা হয় চার্চ অফ নর্থ ইন্ডিয়াকে। চার্চটির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় ভারতীয় রেল এবং ভারতীয় সেনাবাহিনীকে। ইতিহাসের সাক্ষী এই সেন্ট পল চার্চ আসানসোলের মুখে এক শতকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। দেখেছে শহরের বিবর্তন। বহু ইতিহাসের সাক্ষী এই চার্চ।চার্চের বর্তমান ফাদার জানিয়েছেন, একসময় এই চার্চে ইংল্যান্ড এবং রোমের ভ্যাটিকান সিটি থেকে ফাদাররা আসতেন। তবে সেই সময় এখন বদল হয়েছে। কিন্তু ইতিহাসের নিরিখে এই চার্চটির আভিজাত্য একফোঁটাও কমেনি। ইতিমধ্যেই ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে আসানসোলের সেন্ট পল চার্চ। চার্চকর্তৃপক্ষ বড় দিনের আগের সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে। প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে প্রশাসনিক স্তরেও।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : বাংলার এই চার্চের সঙ্গে যোগ ছিল রোমের ভ্যাটিকান সিটির, জেনে নিন বহু পুরনো ইতিহাস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement